E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নছিমন-করিমন চলাচল বন্ধে বেকার ১৫০০০ চালক

২০১৪ জুন ০৯ ২১:৪৬:১৭
নছিমন-করিমন চলাচল বন্ধে বেকার ১৫০০০ চালক

পাবনা প্রতিনিধি : শ্যালো ইঞ্জিন চালিত নছিমন-করিমন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে পাবনা জেলায় বেকার হয়ে পড়েছে প্রায় ১৫ হাজার চালক। আর অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে এ সকল চালকদের পরিবারের প্রায় ৭৫ হাজার সদস্য।

সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাবে নছিমন-করিমন চলাচলের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন জেলা নছিমন-করিমন মালিক সমিতির নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, হাজার হাজার বেকার মানুষ জমি বিক্রি করে, এনজিও থেকে ঋণ নিয়ে নছিমন-করিমন কিনে তা চালিয়ে রোজগার করে সংসার চালাচ্ছেন। এমন অবস্থায় যদি এ সব যান চলাচল করতে দেওয়া না হয় তাহলে সামাজিক অস্থিরতা ও অপরাধ প্রবণতা বেড়ে যাবে। চালকরা সরকারের সব শর্ত মেনে নছিমন করিমন চালাতে প্রস্তুত আছে।

সংবাদ সম্মেলনে জেলা নছিমন-করিমন মালিক সমবায় সমিতির সহ-সভাপতি আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সদস্য আব্দুস সালাম, মোশারফ হোসেন, শামসুল ইসলাম, কাফি প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ট্রাফিক মোড়ে পথসভা করে নছিমন-করিমন চালকরা।

(ওএস/এস/জুন ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test