E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গলাচিপায় কেন্দ্রীয় কালীবাড়ীর দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবীতে মানববন্ধন

২০১৬ আগস্ট ০১ ১২:১৪:২০
গলাচিপায় কেন্দ্রীয় কালীবাড়ীর দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবীতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :পটুয়াখালীর গলাচিপায় কেন্দ্রীয় কালীবাড়ীর দেবোত্তর সম্পত্তি বেদখল হওয়ার হাত থেকে রক্ষার দাবীতে গতকাল সকাল ১১টায় কালিবাড়ি আঙ্গিনায় এক মানব বন্ধন ও বিক্ষভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানব বন্ধন শেষে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গিয়ে শেষে হয়। র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকির মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানব বন্ধনে বক্তব্য রাখেন গলাচিপা পৌর মেয়র হাজী আঃ ওহাব খলিফা, সাবেক মেয়র মোঃ তালেব মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালীবাড়ীর কমিটির সভাপতি সুনিল কৃষ্ণ কুন্ড, সাধারণ সম্পাদক রাম কৃষ্ণ পাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনিন্দ্র চন্দ্র পাল, জাতীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী তাপস দত্ত, জনকন্ঠ স্টাফ রিপোর্টর বাবু শংকর লাল দাস।

বক্তরা বলেন, গলাচিপার কেন্দ্রীয় কালীবাড়ীল অধীনে শ্রী শ্রী কালী মাতার নামে উপজেলাধীন জে,এল ১০৮ নং রতনদী মৌজার আর, এস ৯৯৯ তথা এস,এ ২৩০ নং খতিয়ানের ২.৭৬ একর জমি দেবোত্তর সম্পতি হিসেবে রেকর্ড রয়েছে। উক্ত সম্পত্তি প্রায় ৮৫ বৎসর ধরে তৎকালীন জমিদার বাবু হেমচন্দ্র চক্রবতী ও বাবু নরেন্দ্র চন্দ্র চক্রবর্তী গং বাবু উমেশ চন্দ্র চক্রবর্তী গংকে সেবায়েত রেখে দেবোত্তর শ্রী শ্রী কালীমাতার নামে দান করেন। উক্ত সম্পতি পটুয়াখালীর আইনজীবী সমিতির সদস্য ও গলাচিপা উপজেলার রতনদী গ্রামের অরুন কুমার ভূইয়া জৈনিক মহিলা ভূয়া সেবায়েত দেখিয়ে রেজিষ্ট্রি দলিল দ্বারা নিজ নামে করিয়ে নেন। তিনি বর্তমানে সম্পত্তি তার নিজ নামে রেকর্ডভুক্ত করার পায়তারা করছেন। এমতবস্থায় ঐ সম্পত্তি গলাচিপা কেন্দ্রীয় কালীড়ীর হাতছাড়া হলে পূজা-আর্চনাসহ সমস্ত ধর্মীয় কার্যাবলী বন্ধ হয়ে যাবে।


(ওএস/এস/আগস্ট ০১,২০১৬)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test