E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেত্রকোনায় সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সকল শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

২০১৬ আগস্ট ০১ ১৪:৪৪:১৬
নেত্রকোনায় সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সকল শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি : দেশজুড়ে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে নেত্রকোনায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নেত্রকোনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান একযোগে মানববন্ধন কর্মসূচী পালন করে।

নেত্রকোনা জেলা শহরে নেত্রকোনা সরকারী কলেজ,এন আকন্দ আলিয়া মাদ্রাসা,মদনপুর শাহ সুলতান ডিগ্রি কলেজ,বাগড়া ফাজিল মাদ্রাসা ও পূর্বধলার হিরনপুর উচ্চ বিদ্যালয়সহ জেলার ১০ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে মানবন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে স্কুল,কলেজ ও মাদ্রসার শিক্ষক-শিক্ষার্থী,অভিবাবক ছাড়াও স্থানীয় লোকজন অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মদনপুর শাহ সুলতান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম,সহকারী অধ্যাপক ব্রজেন্দ্র চন্দ্র সরকার,কামরুজ্জামান চৌধুরী,মাসুদুর রহমান ফকির, এন আকন্দ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল বাতেন, পূর্বধলার হিরনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, বাগড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির প্রমুখ ।

বক্তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত রাখতে সন্ত্রাস, জঙ্গিবাদ, স্বাধীনতা বিরোধীচক্রের বিধ্বংসী কর্মকান্ড প্রতিহত ও প্রতিরোধ, মহান মুক্তিযুদ্ধের চেতনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায়, সর্বশক্তি নিয়োগ করার জন্য সকলেই প্রতিজ্ঞা করেন ।



(এমএম/এস/আগস্ট ০১,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test