E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে স্কুল-কলেজ শিক্ষার্থীদের জঙ্গি বিরোধী মানববন্ধন

২০১৬ আগস্ট ০১ ১৬:০১:২৮
বান্দরবানে স্কুল-কলেজ শিক্ষার্থীদের জঙ্গি বিরোধী মানববন্ধন

আল ফয়সাল বিকাশ, বান্দরবান :বান্দরবানের বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ সোমবার সকাল-১১টা থেকে ১২টা পর্যন্ত প্রত্যক স্কুল-কলেজ ও মাদ্রাসার সামনে এই মানববন্ধন কর্মসুচী পালন করে।

এ সময় শিক্ষার্থীরা জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী বিভিন্ন ধরণের শ্লোগান সম্বলিত প্লে-কার্ড, ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেয়।

বান্দরবান সরকারী কলেজ, সরকারী মহিলা কলেজ, সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ডনবস্কো উচ্চ বিদ্যালয়, বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়, বান্দরবান ইসলামিয়া সিনিয়ার মাদ্রাসা’র শিক্ষক ও কয়েক হাজার শিক্ষার্থী এই মানববন্ধন কর্মসুচী পালন করে।

আয়োজিত মানববন্ধন কর্মসুচীতে দীর্ঘ লাইনের সারি দেখা গেছে ডনবস্কো উচ্চ বিদ্যালয়কে। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফায়ার সার্ভিস এলাকা থেকে শুরু করে বিদ্যালয়ের সামনে পুরাতন রাজবাড়ী পুকুর পাড় পর্যন্ত বিশাল এলাকাজুড়ে মানববন্ধন কর্মসুচী পালন করে।





(এএফবি/এস/আগস্ট ০১,২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test