E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে নবনির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহণ

২০১৬ আগস্ট ০১ ১৬:২৬:৩৩
গৌরীপুরে নবনির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (১আগস্ট) অচিন্তপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তরের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদায়ী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই ওরফে আহাম্মদউল্লাহকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন নবনির্বাচিত চেয়ারম্যান।

অচিন্তপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তরের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপঢৌকন দিয়ে সংবর্ধিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচএম খায়রুল বাসার।

বিদায়ী চেয়ারম্যান আব্দুল হাই আহাম্মদ উল্লাহর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ম. নূরুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সানাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ কালন, নবনির্বাচিত চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, মোঃ হাবিব উল্লাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউছার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি আবুল কাসেম লস্কর বেপারী, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবু কাউছার চৌধুরী রন্টি প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি নবনির্বাচিত এমপি মোঃ নাজিম উদ্দিন আহমেদের পক্ষে বক্তব্য ও শুভেচ্ছা উপহার গ্রহণ করেন তার পুত্র তানজির আহমেদ রাজীব।

অনুরূপ অনুষ্ঠানে মধ্য দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান ২নং গৌরীপুর ইউনিয়নে মোঃ আনোয়ার হোসেন, ৪নং মাওহা ইউনিয়নে রমিজ উদ্দিন স্বপন, ৫নং সহনাটী ইউনিয়নে আব্দুল মান্নান, ৬নং বোকাইনগর ইউনিয়নে হাবিব উল্লাহ, ৭নং রামগোপালপুর ইউনিয়নে আব্দুল্লাহ আল আমিন জনি, ৮নং ডৌহাখলা ইউনিয়নে শহিদুল ইসলাম সরকার, ৯নং ভাংনামারী ইউনিয়নে মফিজুন নুর খোকা ও পুনঃরায় দায়িত্বভার গ্রহণ করেন ১নং মইলাকান্দা ইউনিয়নে রিয়াদুজ্জামান রিয়াদ ও সিধলা ইউনিয়নে জয়নাল আবেদিন।
(এসআইএম/এস/আগস্ট ০১,২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test