E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

চাটমোহরে ছিনতাইকালে আটক প্রজন্মলীগ নেতাসহ দু’জনের জেল জরিমানা

২০১৬ আগস্ট ০১ ১৮:৫৭:০৬
চাটমোহরে ছিনতাইকালে আটক প্রজন্মলীগ নেতাসহ দু’জনের জেল জরিমানা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের যুগ্ম আহবায়ক আসাদুল মণ্ডলকে রবিবার রাতে সহযোগীসহ ছিনতাইয়ের চেষ্টাকালে আটক করে পুলিশ।

এ সময় আটককৃত আসাদুল ও তার সহযোগী খালেক মন্ডলের শরীর থেকে পুলিশ ২০ পিস ইয়াবা ও ২০ পুরিয়া গাঁজা উদ্ধার করেছে।

থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, রবিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর- বোয়ালমারী সড়কের রামনগর এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামের রব্বান মন্ডলের ছেলে উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের যুগ্ম আহবায়ক আসাদুল মন্ডল (৩০) ও পৌর সদরের বাসষ্ট্যান্ড এলাকার মৃত রমজান মণ্ডলের ছেলে খালেক মন্ডলকে (৩৫) মোটরসাইকেলে ধাওয়া করে রামনগর এলাকা থেকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশী করে ২০ পুরিয়া গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে তাদের চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে সাক্ষ্য প্রমান শেষে আদালত ছিনতাইয়ের অপরাধে প্রত্যেককে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া মাদক সেবন ও সংরক্ষনের দায়ে প্রত্যেককে ১৮ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সাজা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তদের সোমবার সকালে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

(এসএইচএম/এএস/আগস্ট ০১, ২০১৬)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test