E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে দলিত, হরিজন, বেদে জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

২০১৪ জুন ০৯ ২২:২৯:৩৪
শেরপুরে দলিত, হরিজন, বেদে জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি : দলিত, হরিজন, বেদে জনগোষ্ঠি আবহমানকাল থেকেই অবহেলিত। সামাজিক ও অর্থনৈতিকভাবেও তারা বৈষম্যের শিকার। এসকল সম্প্রদায়ের শতকরা ৯৮ ভাগ মানুষ বাস করে চরম দারিদ্রসীমার নীচে। এসব পিছিয়েপড়া, অনগ্রসর জনগোষ্ঠিকে সমাজের মুলস্রোতে ফিরিয়ে আনতে সরকার নানা কর্মসূচী গ্রহণ করেছে।

এ লক্ষ্যে দলিত, হরিজন, বেদে জনগোষ্ঠির জীবনমান উন্নয়নকল্পে শেরপুরে জেলা সেমিনার হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের আয়েজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যা মিলনায়তনে ৯ জুন সোমবার এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশসক মোহাম্মদ জাকীর হোসেন। মুল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা নিবন্ধক অফিসার আবু তৈয়্যব খান। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দার আলী, ভারপ্রাপ্ত জেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান প্রমুখ।

সেমিনারে সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের অর্ধশতাধিক দায়িত্বশীল প্রতিনিধি অংশগ্রহণ করেন।
(এইচবি/এএস/জুন ০৯, ২০১৪)




পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test