E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে একই পরিবারের চারজনকে অজ্ঞান করে সর্বস্ব লুট

২০১৬ আগস্ট ০৩ ১৮:৩৯:৫০
বরিশালে একই পরিবারের চারজনকে অজ্ঞান করে সর্বস্ব লুট

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জেলার বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের এক ব্যবসায়ীর পরিবারের চারজনকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। ওই চারজনকেই গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বুধবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ওই গ্রামের ব্যবসায়ী জাকির হোসেন জানান, মঙ্গলবার রাতে ৮/১০জন দুর্বৃত্ত সশস্ত্র অবস্থায় ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চেতনানাশক স্প্রে ছিটিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে। এসময় তার মা মাসুদা বেগম (৬০) ডাকচিৎকার শুরু করায় দুর্বৃত্তরা তাকে মারধর করে জখম করে।

একপর্যায়ে সংঘবদ্ধ ওই চক্রটি ঘরে থাকা নগদ ৩৫ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণালংকার, মূল্যবান মালামালসহ জমির দলিলপত্র নিয়ে যায়। জাকির আরও জানান, তিনি অন্যরুমে থাকায় দুর্বৃত্তরা চলে যাওয়ার সময় টর্চ লাইট জ্বালিয়ে চিৎকার শুরু করেন।

এসময় একই গ্রামের সিদ্দিক মাল, এনামুল হোসেন, রিপন মাঝি ও রাকিব হোসেনকে তিনি চিনতে পেরেছেন। চেতনানাশক স্প্রে ছিটানোর ফলে গুরুতর অসুস্থ রাজ্জাক সিকদার (৮৫), তার স্ত্রী মাসুদা বেগম (৬০), কন্যা মিতু বেগম (২২) ও পুত্রবধূ জামিলা বেগমকে (১৯) হাসপাতালে ভর্তি করা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত মিতু ও জামিলা বেগমের জ্ঞান ফিরে আসেনি।

(টিবি/এএস/আগস্ট ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test