E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেত্রকোণায় অডিটরিয়ামের দাবিতে মানববন্ধন ও গণ সংগীত

২০১৬ আগস্ট ০৩ ২০:৫৬:৫৫
নেত্রকোণায় অডিটরিয়ামের দাবিতে মানববন্ধন ও গণ সংগীত

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা জেলা শিল্পকলা একাডেমীর অত্যাধুনিক অডিটরিয়াম দ্রুত নির্মাণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীত পরিবেশন করা হয়েছে ।

আজ সকাল ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নেত্রকোণার সকল সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক ছড়াকার শ্যামলেন্দু পাল, নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কবি কামরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ ইমরান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটি এম আব্দুর রাজ্জাক, শিকড় সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি রফিকুল ইসলাম আপেল, শতদল গোষ্ঠীর নির্বাহী পরিচালক আলী আসকার খান সেন্টুসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠনের নেতৃবৃন্দ ।

এসময় বক্তারা বলেন, নেত্রকোণা জেলা শহরের একটি অডিটরিয়ামের অভাবে প্রায় ৫-৬ বছর ধরে এ অঞ্চলের সাংস্কৃতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে অভিযোগ করে অবিলম্বে তাদের দাবি মেনে নিতে সরকার ও স্থানীয় পৌর মেয়র নজরুল ইসলাম খানের প্রতি আহবান জানান । অন্যথায়, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা । এছাড়াও দেশে চলমান জঙ্গিবাদী কর্মকাণ্ডসহ গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরায় ও কিশোরগঞ্জের শোলাকিয়া জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান তারা ।

(এমএম/এস/আগস্ট ০৩,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test