E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে বন্যাকবলিত এলাকায় ত্রাণ ক্ষতির তুলনায় অনেক কম        

২০১৬ আগস্ট ০৫ ১৫:৫৮:৪৯
নাগরপুরে বন্যাকবলিত এলাকায় ত্রাণ ক্ষতির তুলনায় অনেক কম        

নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি :টাঙ্গাইলের নাগরপুরে বন্যাকবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হলেও ক্ষতির তুলনায় তা অনেক কম। বেশির ভাগ বন্যার্তরা ত্রাণ পায়নি। এখনো অনেক মানুষ পানিবন্দী রয়েছে।

বন্যাকবলিত এলাকায় চলছে ত্রাণের জন্য হাহাকার। উপজেলার ১২টি ইউনিয়নে অধিকাংশ এলাকা এবার বন্যাকবলিত হয়ে পড়েছে। বৃস্পতিবার চারটি ইউনিয়নে ৩টন চাউল, তিনশ কেজি চিনি ও চিড়া এবং ঔষধ বিতরণ করা হয়েছে। যা তুলনার চেয়ে অনেক কম।

স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার আব্দুল উপজেলার ভাড়রা ও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ ইলাহী দপ্তিয়র ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন এবং সে সকল বন্যার্তরা ত্রাণ সামগ্রী পায়নি যথা সময়ে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন।

সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এ উপজেলায় বন্যায় লোকজন যে পরিমান ক্ষতিগ্রস্থ হয়েছে, সরকারি ভাবে সে পরিমাণ ত্রাণ দেওয়া হচ্ছে না। বন্যা কবলিত এলাকায় না গেলে বুঝার উপায় নেই, এ উপজেলায় কি পরিমান লোকজন বন্যায় ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে যে পরিমান লোকজান বন্যাকবলিত হয়ে পড়েছে। এ উপজেলার জন্য সে পরিমান ত্রাণ বরাদ্দ না হওয়ায় বেশির ভাগ বন্যার্তরা ত্রাণ পাচ্ছে না। ফলে বন্যাকবলিত এলাকায় ত্রণের জন্য শুরু হয়েছে হাহাকার।

স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার আব্দুল বাতেন গত বৃহস্পতিবার দিনব্যাপী বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ উপজেলার ভারড়া ইউনিয়নের চঞ্চলে পানিবন্দীদের মাঝে ত্রাণ ও ঔষধ বিতরন করেন। এসময় তিনি বন্যাকবলিত সকল পানিবন্দীদের ত্রাণ দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন এবং পুনরায় ত্রাণের ব্যাবস্থা করে বাকী বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেন।

তিনি সকলের উদেশ্যে বলেন, আমাদের প্রধান মন্ত্রী মেহনতী মানুষের প্রাণ প্রিয় ও ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের সকল সাধারণ জনগণের পাশে থেকে দেশের উন্নয়ন করে যাচ্ছেন। তাই প্রতিটি মানুষের ভালমন্দ খোঁজখবর রাখার জন্য আমাদের নির্দেশনা দিয়ে থাকেন। সে মোতাবেক আমরা স্থানীয় সংসদ সদস্যরা আমাদের নির্বাচনী এলাকার সাধারণ মানুষের পাশে থেকে খোঁজখবর নিয়ে থাকি। আসলে ঘরে বসে থেকে কারো দুঃখ কষ্ট বুঝার উপায় নেই, কে কেমন আছে। বন্যার্তদের মধ্যে আজ যারা ত্রাণ সামগ্রী পায়নি, যথা সময়ের মধ্যে তাদের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দেওয়া হবে।

ভাড়রা ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস বলেন, আমার ইউনিয়ন যমুনা নদী সংলগ্ন হওয়ায় পানি আসার মাত্রই ইউনিয়নের বেশির ভাগ পরিবার পানিবন্ধি হয়ে পড়ে। ইতিমধ্যেই রাক্ষসে যমুনা এ ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড গ্রাস করে ফেলেছে। তাই যে পরিমান ত্রাণ দেওয়া প্রয়োজন বরাদ্দ কম থাকায় সে পরিমান ত্রাণ দেওয়া সম্ভব হচ্ছে না।

বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার আব্দুল বাতেনের সাথে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মো. সুজায়েত হোসেন, মমতাজ খন্দকার, থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কদ্দুস, ডাক্তার মো. আমিনুর রহমান, সহকারী শিক্ষা অফিসার কামরুল ইসলাম, খন্দকার আব্দুল করিম, সাবেক ভারপ্রাপ্ত ভারড়া ইউপি চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক মো. ইকবাল হোসেন ও স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণির ব্যাক্তিবর্গ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, বৃহস্পতিবার পৃথক পৃথক ভাবে ভারড়া, দপ্তিয়র, সলিমাবাদ ও মোকনা ইউনিয়নে ৩টন চাউল, তিনশ কেজি চিনি, চিড়া ও ঔষধ ত্রাণ বিতরণ করা হয়েছে।

টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার আব্দুল বাতেন উপজেলার ভারড়া ইউনিয়নে বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করেন। অপর দিকে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ ইলাহী উপজেলার দপ্তিয়র ইউনিয়নে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন।

দপ্তয়র ইউপি চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী জানান, দপ্তিয়র ইউনিয়নে প্রায় তিন হাজার পরিবার এখনো পানিবন্ধি রয়েছে। ইউএনও স্যার (তৌহিদ ইলাহী) আমার ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন কালে ৭৩টি পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

এবং প্রতিটি ইউনিয়নে বন্যার্তদের জন্য যে পরিমান ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে। তা তুলনার চেয়ে অনেক কম। তাই প্রতিটি ইউনিয়নে ত্রাণের জন্য হাহাকার শুরু হয়েছে। যতদ্রুত সম্ভব সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদের আরো সাহায্যের হাত বাড়িয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানো উচিত।


(এস/এস/আগস্ট ০৫,২০১৬)


(আরকেআর/এস/আগস্ট ০৫,২০১৬)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test