E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে বিজিবি’র নির্দেশ অমান্য করে সীমান্তে গোচারণ

২০১৬ আগস্ট ০৫ ২২:০০:৩৪
হালুয়াঘাটে বিজিবি’র নির্দেশ অমান্য করে সীমান্তে গোচারণ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : সীমান্ত পাদদেশ ঘেরা হালুয়াঘাট উপজেলার ভুবনকূড়া ইউনিয়নের কড়ইতলী সীমান্ত ফাঁড়ির আওতাভূক্ত ভারতীয় কয়লা ব্যবসার প্রাণকেন্দ্র হিসেবে সু-পরিচিত কড়ইতলী ডিপো সংলগ্ন বাংলাদেশ-ভারত সীমান্তে। ২৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি)’র নির্দেশ অমান্য করে সীমান্তে চলছে স্থানীয় রাখালদের গোচারণ। ফলে দূর্ঘটনার ঝুঁকিতে রয়েছে এলাকার বিজিবি’র নির্দেশ অমান্যকারী কতিপয় জনসাধারণ।

স্থানীয়রা জানায়, সাম্প্রতিক সময়ে সীমান্তে গোচারণ না করার জন্য মাইকিং করে নিষেধ করেছিল বিজিবি। তারপরও টহল বিজিবি’র অনুপস্থিতিতে কতিপয় জনসাধারণ গরু নিয়ে প্রবেশ করে সীমান্তে।

সরেজমিনে দেখা যায়, সীমান্তে কড়ইতলী ডিপোর কাস্টমস্ কর্মকর্তার কার্যালয় সংলগ্ন ওয়াচ টাওয়ার থেকে ২০ গজ দূরুত্বে “সামনে ভারত, প্রবেশ নিষেধ” এই সাবধান টীকা টি লিখা থাকলেও টহল বিজিবি সদস্যদের অনুপস্থিতির সুযোগে সীমান্তে গরু নিয়ে প্রবেশ করে জনসাধারণ। প্রায়ই ৪০-৫০ টির গরু বহর দেখা যায় সীমান্তে।

এ বিষয়ে কড়ইতলী কোম্পানি ফাঁড়ির সুবেদার লোকমান হোসেন মিয়া-এ প্রতিবেদককে জানায়, সাম্প্রতিক সময়ে স্থানীয় ইউপি সদস্য বাদশা মিয়া সহ তিনি নিজে মাইকিং করে সীমান্তে গরু চরানো সম্পূর্ণরূপে নিষেধ করেছিলেন। মাঝে মধ্যে দু’একটি গরু ভারত চলে গেলে পতাকা বৈঠকের মাধ্যমে নিয়ে আসেন।

স্থানীয়দের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলাপ-আলোচনা করে সর্তকর্তা জারী করবেন। সীমান্তে ওয়াচ টাওয়ারে টহলরত বিজিবি সদস্যের অনুপস্থিতির বিষয়ে বলেন, স্থানীয় মসজিদে নামাজে অংশগ্রহণ করেছিলেন ওয়াচ টাওয়ারের দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্য বলে জানান তিনি ।






(জেসিজে/এস/আগষ্ট০৫,২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test