E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জঙ্গি বিরোধী কমিটি গঠনে নেত্রকোনায় আ.লীগের মতবিনিময়

২০১৬ আগস্ট ০৬ ১৪:২৯:৪৬
জঙ্গি বিরোধী কমিটি গঠনে নেত্রকোনায় আ.লীগের মতবিনিময়

নেত্রকোনা প্রতিনিধি :সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠনের লক্ষে নেত্রকোনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ আগস্ট) দুপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আ.লীগ সভাপতি মতিয়র রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আরিফ খান জয় এমপি, জেলা আ.লীগের সম্পাদক আশরাফ আলী খান খসরু, আ.লীগ নেতা অধ্যাপক তফসির উদ্দিন খান, নূর খান মিঠু, প্রশান্ত কুমার রায়, জি.এম. খান পাঠান বিমল, হাবিবুর রহমান খান রতন, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন, গাজী মোজাম্মেল হোসেন টুকু, অর্পিতা খানম সুমি, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল প্রমুখ।

বক্তারা দেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত করতে জনগণের মধ্যে সচেতনা বৃদ্ধির পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহবান জানান।

এসময় বক্তারা বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদ মোকাবেলায় সকলকেই যার যার অবস্তান থেকে এগিয়ে আসতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের শিখরে আরোহণ করতে যাচ্ছে ঠিক তখনি কিছু কুচক্রি মহল তাদের স্বার্থ চরিতার্থ করার জন্যে এই অপ-তৎপরতা অব্যাহত রেখেছে। এরা কোন অবস্তাতেই সফল হতে পারবে না।




(এমএম/এস/আগস্ট০৬,২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test