E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধকল্পে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

২০১৬ আগস্ট ০৬ ১৫:৫১:৩৪
টাঙ্গাইলে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধকল্পে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি :টাঙ্গাইলে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধকল্পে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ফুলি কমিউনিটি সেন্টারে জেলা ইমাম সতিরি উদ্যোগে ও টাঙ্গাইল পৌরসভার আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এছাড়াও টাঙ্গাইল পৌর এলাকায় বসবাসরত সকল নাগরিকের তথ্য সংগ্রহের জন্য ডাটাবেজ তৈরী কাজেরউদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. শামসুজ্জামান, জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব হযরত আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালেক, কেন্দ্রী গোরস্থান মসজিদের খতিব মুফতি আশারাফুজ্জামান কাশেমী, জনতা ব্যাংক পরিচালনা পরিষদের সভাপতি আবু নাসের ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

সম্মেলনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, টাঙ্গাইল পৌরসভা, সাংবাদিক ও জেলার সকল ইমামবৃন্দ অংশ গ্রহন করেন।




(এমএনইউ/এস/আগস্ট০৬,২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test