E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্রিশালে বৃক্ষরোপন কর্মসুচী

২০১৬ আগস্ট ০৬ ১৬:৩৪:৫৯
ত্রিশালে বৃক্ষরোপন কর্মসুচী

বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি :সবুজ ক্যাম্পাস ও পরিস্কার ক্যাম্পাস এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বনজ ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

শনিবার দুপুর ১টায় টায় উপজেলার কানিহারি আহমদাবাদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ উল্লাহ মন্ডলের পরিচালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুন্জুরুল ওয়াহেদ নিক্সনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন, সহকারী কমিশনার (ভূমি)আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চাঁন মিয়া মনির প্রমুখ। এসময় বিদ্যালয়ের প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর মাঝে ফলজ বনজ ও ঔষধী গাছের চারা বিতরন ও ক্যাম্পাসে ফলজ বনজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়। এর আগে ময়মনসিংহ জেলা প্রশাসক কালির বাজার উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্টানে শিক্ষার্থীদের গাছেন চারা বিতরণ করেন।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন জানান,আলেকিত ত্রিশাল গড়ার লক্ষ্যে আমরা উপজেলার প্রত্যেকটি স্কুলে প্রতি শিক্ষার্থীর মাধ্যমে একটি করে চারা রোপন করে সবুজ সমারোহ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা এবার এ উপজেলা ৫০ হাজারেরও বেশী চারা রোপন করব।

(এমআরএন/এস/আগস্ট০৬,২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test