E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাময়িক বরখাস্ত

আগৈলঝাড়ায় ছাত্রীর শ্লীলতাহানী মামলায় দপ্তরীর বিরুদ্ধে চার্জশীট দাখিল

২০১৬ আগস্ট ০৭ ১৫:০৬:২৩
আগৈলঝাড়ায় ছাত্রীর শ্লীলতাহানী মামলায় দপ্তরীর বিরুদ্ধে চার্জশীট দাখিল

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):বরিশালের আগৈলঝাড়ায় স্কুল দপ্তরী কর্তৃক ছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্লীলতাহানীর চাঞ্চ্যল্যকর মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান, অভিযোগের তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় দপ্তরী আমিনুল খানকে (২৮) অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

সূত্র মতে, উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রি ও ওই গ্রামের দরিদ্র কৃষক দশরথ বালা ওরফে দুলাল বালার মেয়ে সাথী বালা অন্যান্য দিনের মত চলতি বছরের ৭মে খুব সকালে স্কুলে প্রাইভেট পড়তে আসে। ওই ছাত্রিকে একা পেয়ে নাঘিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী সোমাইরপাড় গ্রামের আলমগীর খানের ছেলে মাদকসেবী আমিনুল খান (২৮) জোর করে সাথীকে তার রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে শ্লীলতাহানী ঘটায়। এসময় শিক্ষার্থীর ডাক চিৎকারে পাশ্ববর্তি বাজারের ব্যবসায়িরা গিয়ে তাকে উদ্ধার করে। ঘটনা জানাজানি হলে অসহায় শিক্ষার্থীর পরিবারকে চাপের মুখে রেখে অভিযুক্ত আমিনুলের পক্ষ নিয়ে স্থানীয় প্রভাবশালীরা লাইব্রেরীতে ঘটনা মিমাংসার নামে প্রহসনের বৈঠক করেন।

ঘটনা শুনে ওই দিনই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক ঘটনাস্থল পরিদর্শন করে ১ সদস্যর তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটিও তদন্তে ঘটনার সত্যতা পায়।

অপরদিকে স্কুল কর্তৃপক্ষ ৮জুন পৃথক তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটির শুপারিশে অভিযুক্ত আমিনুলকে ১০জুনের সভায় সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তিতে স্কুল কমিটি নিয়োগ বিধি আইনের ১২(২/৩)১০ ধারায় অভিযুক্ত আমিনুলকে ৮মে চাকুরী থেকে চুড়ান্ত বহিস্কার আদেশ প্রদান করেন। ৩১ জুলাই পুলিশ বিজ্ঞ আদালতে আমিনুলের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। ঘটনার সত্যতা স্বীকার করে শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক জানান, কমিটির বহিস্কারাদেশ আদেশ তিনি হাতে পেয়েছেন।















(টিবি/এস/আগস্ট ৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test