E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেত্রকোণার  লিমনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

২০১৬ আগস্ট ০৭ ১৬:৫৬:০৬
নেত্রকোণার  লিমনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মুশফিক মাসুদ, নেত্রকোণা : নেত্রকোণার কেন্দুয়া জয়হরি ¯প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্র লিমন আহম্মেদকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার আসামী করার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে জয়হরি ¯প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা বিদ্যালয় সংলগ্ন সড়কে এ মানববন্ধন করে।

জানা গেছে, উপজেলার গন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সনজু মিয়া বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগ এনে স্কুলছাত্র লিমন আহম্মেদের চাচাতো ভাই জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদকে প্রধান আসামী ও লিমনের পিতা ঠিকাদার রিয়াজ উদ্দিনসহ ৮ জনকে আসামী করে গত ৪ আগস্ট কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় জয়হরি ¯প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্র লিমন আহম্মেদকেও ৫নং আসামী করা হয়।

এ ঘটনার প্রতিবাদে জয়হরি ¯প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা মানববন্ধন করে বলে জানান বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ষড়যন্ত্রমূলক মিথ্যা এ মামলাটি প্রত্যাহারের জন্য সংশি¬ষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মামলাটির তদন্ত চলছে। স্কুলছাত্র লিমন ঘটনার সঙ্গে জড়িত না থাকলে অবশ্যই তাকে অব্যাহতি দেয়া হবে’।



(এমএম/এস/আগস্ট ৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test