E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

লোহাগড়া পৌরসভায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত

২০১৬ আগস্ট ০৭ ২১:৩৭:৪৯
লোহাগড়া পৌরসভায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত

নড়াইল প্রতিনিধি :নড়াইলের লোহাগড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগের বিদ্রাহী প্রার্থী লোহাগড়া উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম (জগ প্রতীক) ২হাজার  ১শ’ ৮৩ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৬’শত ৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত  (নৌকা  প্রতীক)  লিপি খানম ৪ হাজার ৪’শত ২৫ ভোট পেয়েছেন।

এছাড়া আওয়ামীলীগের অপর বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় যুবলীগ নেতা শরিফুল ইসলাম পেয়েছেন ১হাজার ৭৫৩ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নেওয়াজ আহম্মেদ ঠাকুর (ধানের শীষ) পেয়েছেন ২হাজার ৩৮৬ ভোট।

রবিবার রাতে রিটানিং অফিসার সেখ আনোয়ার হোসেন এ ফলাফল ঘোষণা করেন। এসময় প্রশাসনের কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

সহকারী রিটার্ণিং অফিসার এটিএম শামীম আহম্মেদ জানান, লোহাগড়া পৌরসভায় ভোটার সংখ্যা রয়েছে ২০হাজার ৬৩৬ জন। এর মধ্যে ১৫ হাজার ৩৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এদিকে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে দুপুরের দিকে প্রায় দুইঘন্টা যাবৎ বৃষ্টির কারনে ভোটারদের উপস্থিতি কমে যায়। নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইন শৃংখলাবাহিনী মোতায়েন থাকায় তেমন কোন বিশৃংখলার ঘটনা ঘটেনি।





(টিএআর/আগস্ট ৭, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test