E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাজিমগঞ্জে পেরিফেরি জমিতে বহুতল ভবন নির্মানের কাজ চলছে

২০১৪ জুন ১০ ১০:৩৫:৪৫
নাজিমগঞ্জে পেরিফেরি জমিতে বহুতল ভবন নির্মানের কাজ চলছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারের পেরিফেরি সম্পত্তিতে নিয়মবহির্ভুতভাবে চলছে দ্বিতল ভবন  ও বসত বাড়ি তৈরির কাজ। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে হলেও অবৈধ এসব নির্মাণ কাজ চলছে ফ্রি স্টাইলে।

সরেজমিনে মঙ্গলবার সকালে নাজিমগঞ্জ বাজারে গেলে কয়েকজন ব্যবসায়ি জানান, নাজিমগঞ্জ বাজারের আলীম বক্স, আব্দুর রউফ ও আব্দুল মাজেদের ১৩ একর ৪৬ শতক ওয়াকফ স্টেটের মধ্যে পাঁচ একর ৮১ শতক জমি কৌশলে পেরিফেরিভুক্ত করে নেয় জেলা প্রশাসন। তার পর থেকে পেরিফেরিভুক্ত জমি ও ওয়াকফ স্টেটেরজমি জবর দখল করে অবৈধভবন নির্মানের কাজ অব্যহত রয়েছে।

উপজেলার বসন্তপুর গ্রামের নেছার কারিকরের ছেলে বস্ত্র ব্যবসায়ি কওছার কারিকর টিনের শেড তুলে সংশ্লিষ্ট বসন্তপুর ভূমি অফিসের তহশীলদার শ্যামল কুমার সরকার, উপজেলা সহকারি ভূমি অফিসের কানুনগো নিয়ামুদ্দিন খান ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের ম্যানেজ করে প্রায় ১৫ দিন আগে একতলার ছাদ নির্মাণ শুরু করেন। ছাদ নির্মাণ শেষে দ্বিতল ভবনের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। একইসাথে বসন্তপুর গ্রামের আব্দুল আলিম এক মাস আগে ছাদ দিয়ে বাসভবন বানানো শুরু করেন।

গত রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মেদ সরেজমিনে নির্মাণ কাজ দেখলেও তিনি কোন ব্যবস্থা নেননি। অভিযোগ দিলে সংশ্লিষ্ট কানুনগো ও তহশীলদার অবৈধ নির্মাণকারিদের বিরুদ্ধে উচ্ছেদের নোটিশ না মানায় মামলা দিয়েছেন বললেও কাগজে কলমে তার কোন সন্ধান পাওয়া যায় না। যদিও সংশ্লিষ্ট দোকান ও বাসার মালিকরা বলেছেন বসন্তপুর ইউনিয়ন ভূমি অফিসের পিওন মোক্তার হোসেনের মাধ্যমে সংশ্লিষ্টদের ম্যানেজ করেই তারা এ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

কয়েকজন ব্যবসায়ির অভিযোগ, কওছার কারিকর ও আলীম কারিকরের বিরুদ্ধে অবৈধ নির্মাণ কাজ না করার জন্য বসন্তপুর তহশীল অফিস থেকে নোটিশ করাহয়। নোটিশ পেয়ে কয়েকদিন কাজ বন্ধ থাকলেও কর্তৃপক্ষকে ম্যানেজ করে চলছে এসব কাজ।

তারা অভিযোগ করে বলেন, পেরিফেরি জমিতে টিনের শেডের পরিবর্তে ছাদ নির্মাণ করার ঘটনায় বন্দোবস্ত নেওয়ার জন্য গত অক্টোবর মাসে তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক এলাহী ও বসন্তপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার শহীদুল ইসলাম ১০জন ব্যবসায়িকে নোটিশ করেন। নোটিশে আগামি ১৫ দিনের মধ্যে আবেদন করে বন্দোবস্ত নেওয়ার জন্য সতর্ক করা হয়। সংশ্লিষ্ট ব্যবসায়িরা আবেদন করলেও তারা বন্দোবস্ত পাননি। উপরন্তু উচ্ছেদের ভয় দেখিয়ে ও বহুতল ভবন নির্মানের সহযোগিতা দিয়ে ওইসব ব্যবসায়িদের কাছ থেকে তারা লাখ লাখ টাকা উৎকোচ আদায় করেছেন।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মেদের মুঠোফোনে বার বার চেষ্টা করেও তিনি তা রিসিভ করেননি।

উপজেলা সহকারি ভূমি অফিসের কানুনগো নৈমুদ্দিন খান ও বসন্তপুর ভূমি অফিসের তহশীলদার শ্যামল সরকার জানান, যারা ছাদ দিয়ে দোকান ও বাড়ি বানাচ্ছেন তাদের বিরুদ্ধে নোটিশ ছাড়াও উচ্ছেদের মামলা করা হয়েছে। বিভিন্ন মহলের সুপারিশ থাকায় ও পুলিশ তাদেরকে সহযোগিতা না করায় কিছু করা যাচ্ছে না।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, নাজিম গঞ্জ বাজারের কোন ব্যবসায়ির নামে ভূমি কর্মকর্তাদের কোন মামলা থাকার কথা তার জানা নেই। পুলিশের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, উপজেলা প্রশাসন সরকারি সম্পদ রক্ষার জন্য আন্তরিক হলে যে কোন মুহুর্তে পুলিশের সহযোগিতা নিয়ে অবৈধ ভবন নির্মাণকারিদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ব্যবস্থা নিতে পারে।

(আরকে/জেএ/জুন ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test