E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় ভূয়া ম্যাজিষ্ট্রেট সেজে সার্ভেয়ারের দোকান উচ্ছেদ

২০১৬ আগস্ট ০৮ ১৬:২০:২৭
আগৈলঝাড়ায় ভূয়া ম্যাজিষ্ট্রেট সেজে সার্ভেয়ারের দোকান উচ্ছেদ

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):সার্ভেয়ার যখন ম্যাজিষ্ট্রেট ! বরিশালের আগৈলঝাড়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শাহজাদা ভূয়া ম্যাজিষ্ট্রেট সেজে বিনা নোটিশে পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদ করেছে এক অসহায় পরিবারের দুটি দোকান।

উপজেলা ভূমি অফিস ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার বাহাদুরপুর গ্রামের বিমল চন্দ্র হালদার ও রাজিন্দ্র নাথ হালদারের পৈত্রিক সম্পত্তিতে বাহাদুরপুর বাজারে দোকান তুলে ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি ওই দোকান ভিটির উপর কু-দৃষ্টি পরে স্থানীয় অমিও রতন ভক্তসহ ভূমি দস্যুদের।

বিষয়টি বিমল ও রাজিন্দ্র আচ করতে পেরে প্রতিপক্ষরা জোর করে জায়গা দখল করতে না পারে তার প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর গত ২৪ জুন আবেদন করেন। জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান আগৈলঝাড়া সহকারী কমিশনার (ভূমি)কে বিষয়টি দেখার নির্দেশ দেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমির দ্বায়িত্বে থাকা তৎকালীন ইউএনও দেবী চন্দ (বর্তমানে বরিশাল জেলা পরিষদ সচিব) উভয় পক্ষকে ৮ আগষ্ট তার আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করেন। গতকাল সোমবার (৮ আগষ্ট) ছিল হাজিরার নির্ধারিত দিন। শুনানীর নির্ধারিত দিনের আগেই অমিও রতন ভূমি অফিসের কতিপয় অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে আদালতের ধার্য তারিখের আগেই বিমল ও রাজিন্দ্রর দোকান উচ্ছেদ করেন।

সূত্র মতে, গত ১৩ জুলাই দুপুরে গৈলা ভূমি অফিস তহশিলদার মো. সোবহান মিয়া, সহকারী তহশীলদার মনির হোসেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার লিয়ার হোসেন ও সার্ভেয়ার শাহজাদা পুলিশের এএসআই শাহ আলমকে নিয়ে ওই ভিটির ৩ শতক জমি উচ্ছেদ করেন।

উচ্ছেদের সময় রাজিন্দ্র তাদের কোন নোটিশ না দিয়ে উচ্ছেদের প্রতিবাদ জানালে সার্ভেয়ার শাহজাদাতকে ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে তাদের কাছে উচ্ছেদের অর্ডার আছে বলে জানান তহশিলদার সোবহান। তরিঘরি করে উচ্ছেদকারীরা স্থান ত্যাগ করেন। ওই ঘটনা নিয়ে পরবর্তিতে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।

এব্যাপারে তহশিলদার সোবহানের কাছে উচ্ছেদের কোন অর্ডার আছে কিনা এবং কোন ম্যাজিষ্ট্রেট সাথে ছিল কিনা ফোনে জানতে চাইলে তিনি চটে গিয়ে বলেন, আপনি ব্যাখ্যা চাইছেন কেন? অর্ডার ছিল, তাতে তাকে উচ্ছেদের জন্য ইউএনও দ্বায়িত্ব প্রদান করেছিলেন। যার কাগজ সার্ভেয়ার লিয়ার হোসেনের কাছে রয়েছে।

লিয়ার হোসেনকে ভূমি অফিসে না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে অফিসের ফাইলে এরকম কোন আদেশের কপি দেখতে পাওয়া যায়নি।

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test