E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় ১৪৪ ধারা জারি

২০১৬ আগস্ট ০৮ ২১:৩৬:২৯
গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় ১৪৪ ধারা জারি

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জে একই স্থানে একই সময়ে দুটি সংগঠন আলোচনা ও বিক্ষোভ কর্মসূচী আহ্বান করায় উক্ত এলাকায় আইনশৃংখলা ভংগের আশংকায়  মঙ্গলবার  প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জে আগামীকাল মঙ্গলবার রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের অফিস সংলগ্ন হরিনমারী নামক স্থানে তথাকথিত ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি’র আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার ঘোষণা এবং রংপুর চিনিকলের শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও আখ চাষী কল্যাণ সমিতি কর্তৃক একই স্থানে ও একই সময়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করায় উল্লেখিত স্থান ও আশপাশে প্রচুর লোক সমাগমের কারণে জানমালের ব্যাপক ক্ষতি সহ আইনশৃংখলা ভংগের সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষিতে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত সহ আইনশৃংখলা সমুন্নত রাখার স্বার্থে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল হান্নান ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার ক্ষমতাবলে আগামী ৯ আগস্ট মঙ্গলবার ভোর ৬টা হতে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের অফিস সংলগ্ন হরিনমারী নামক স্থানের চতুর্দিকে ১ কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারী করেছেন।

এ সময় উক্ত এলাকার মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তির যে কোন ধরণের সভা সমাবেশ , সাংস্কৃতিক অনুষ্ঠান, বিক্ষোভ কর্মসূচি, তীরধনুক- লাঠিসোঠাসহ যে কোন ধরনের অবৈধ অস্ত্র বহন, মাইক বা শব্দ বর্ধন যন্ত্র এবং দলবদ্ধভাবে চলাচল নিষিদ্ধ ঘোষনণা করেছেন।

উল্লেখ্য, গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামারের শতাধিক একর জমি গত ১ জুলাই আদিবাসী সাওতাল সম্প্রদায়ের লোকজনকে সামনে রেখে ‘ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি’র নামে একটি মহল রাতারাতি দখল করে বসতি স্থাপন করে। এর প্রেক্ষিতে ১২ জুলাই জমি অবৈধ দখল মুক্ত করতে প্রশাসন অভিযান চালালে দখলকারীদের প্রতিরোধে প্রশাসন ফিরে আসে এবং দখলকারীরা খামার অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর লুটপাট চালায়।

এরপর থেকে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি উদ্ধারের দাবিতে ফুঁসে ওঠে মিলের স্বার্থ সংশ্লিষ্ঠরা। প্রায় প্রতিদিনই মিছিল, মিটিং, স্মারকলিপি প্রদান, রাজপথ-রেলপথ অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করতে থাকে। অপরদিকে সাওতাল সম্প্রদায়ের লোকজনকে নিয়ে ভূমি উদ্ধার কমিটিও বিভিন্ন কর্মসূচি পালন করে। গতকাল রবিবারও সাওতাল সম্প্রায়ের লোকজন বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দিলে তারা হামলা চালিয়ে ফার্মের অফিস ভাংচুর সহ খামারে স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে ভাংচুর করে।

(এসআরডি/এস/আগস্ট০৮,২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test