E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে স্কুলছাত্র রাহাত হত্যার বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি

২০১৬ আগস্ট ০৯ ১২:১১:২৭
শেরপুরে স্কুলছাত্র রাহাত হত্যার বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি

শেরপুর প্রতিনিধি :শেরপুরে চাঞ্চল্যকর শিশু আরাফাত ইসলাম রাহাত হত্যার বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে নাগরিক সমাজ।

স্কুলছাত্র রাহাত হত্যার বর্ষপূর্তিতে ৮ আগস্ট সোমবার রাতে শহরের নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে নাগরিক সংগঠন জনউদ্যোগ আয়েজিত ‘রাহাত হত্যা ও শিশু নিরাপত্তা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ দাবী জানান।

আলোচনা সভায় সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু প্রধান অতিথি, সাবেক পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অধ্যাপক শিব শংকর কারুয়া, উদীচী জেলা সেক্রেটারি এসএম আবু হান্নান, প্রেসক্লাব সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ বক্তব্য রাখেন।

২০১৫ সালের ২ আগষ্ট শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আরাফাত ইসলাম রাহাতকে (৮) তার আপন খালু আব্দুল লতিফ ও তার তিন সহযোগী আসলাম বাবু, রবিন মিয়া ও ইমরান হোসেন অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপর দাবি করে। শিশু রাহাতকে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক সংলগ্ন একটি পাহাড়ি টিলায় নিয়ে গলাটিপে হত্যা করে লাশ গহীন জঙ্গলে ফেলে দেওয়া হয়। অপহরণের ৬ দিন পর গত বছরের ৮ আগস্ট ওই পাহাড়ি টিলার জঙ্গল থেকে রিাহাতের কঙ্কাল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রাহাতের বাবার দায়ের করা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গত ২৯ মে তিন আসামীর মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করেছে।




(এইচবি/এস/আগস্ট০৯,২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test