E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালিত

২০১৬ আগস্ট ০৯ ১৩:৪০:৪৪
বান্দরবানে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালিত

বান্দরবান প্রতিনিধি  :‘আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার’ এই শ্লোগানে বান্দরবান জেলায় পালিত হয়েছে আর্ন্তজাতিক আদিবাসী দিবস। এ  উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলার ১১টি আদিবাসী সম্প্রদায়ের শত শত নারী-পুরুষের অংশ গ্রহনে বান্দরবান শহরে রাজার মাঠ থেকে একটি র‌্যালী বের করে। র‌্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটে এসে শেষ হয়। পরে আদিবাসী নেতা ক্য শৈ প্রু খোকা’র সভাপতিত্বে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান থোয়াই চ প্রু মাষ্টার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যপক মাইন উদ্দিন মঈনসহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের নেতারা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভুমি ও জীবনের অধিকার প্রতিষ্টার দাবী জানান।


(এএফবি/এস/আগস্ট০৯,২০১৬)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test