E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুর সীমান্তে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

২০১৬ আগস্ট ০৯ ১৬:০৪:২৯
দুর্গাপুর সীমান্তে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি,সমতল আদিবাসীদের জন্য বাজেটে পৃথক বরাদ্দ, সমতলের আদিবাসীদের ভূমি কমিশন গঠন ও আদিবাসী জাতি সমূহের জীবনধারা উন্নয়ন নিশ্চিতকরণের দাবিতে নেত্রকোনা জেলার দুর্গাপুরে আদিবাসী ইউনিয়ন, জাতীয় হাজং সংগঠন, টিডব্লিওএ, বাগাছাস, বাহাছাস, গাসু, জন সংগঠন ও গারো হাজং ভাষা শিশু শিক্ষা কেন্দ্র এর আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের স্কোপ ও ফুড সিকিউরিটি প্রকল্প, জিবিসি, স্বাবলম্বী, বারসিক, হ্যাবিটেড, পপি সিডস এর সহযোগীতায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয় মঙ্গলবার।

দিবসের মধ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত আদিবাসী নারী-পুরুষের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আদিবাসী অডিটরিয়াম হলরুমে টিডব্লিওএ এর দুর্গাপুর উপজেলা কমিটির চেয়ারম্যান বঙ্কিম মানখিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন,বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, আওয়ামীলীগ উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, ইউ,পি চেয়ারম্যান শাহিনুর আলম সাজু, বাংলাদেশ হাজং উন্নয়ন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খগেন্দ্র হাজং, আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নিরন্তর বনোয়ারী, জাতীয় হাজং উন্নয়ন যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজন হাজং,আদিবাসী নেতা ও গবেষক রেভাঃ মনীন্দ্র নাথ মারাক, আদিবাসী নেতা পঙ্কজ মারাক, আদিবাসী নেতা বাহাছাস সভাপতি লিটন হাজং, পিউস এল মানখিন প্রমুখ।

একই কর্মসূচী পালিত হয় পাহাড়ী জনপদ কুল্লাগড়া ইউনিয়নের পাঁচকাহনিয়া গুচ্ছগ্রামে। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচীর সমাপ্তি ঘটে।

(এনএস/এএস/আগস্ট ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test