E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জ-৫ উপ-নির্বাচন

সেলিম ওসমান লাঙল, আকরাম আনারস নিয়ে লড়বেন

২০১৪ জুন ১০ ১১:৫২:১৯
সেলিম ওসমান লাঙল, আকরাম আনারস নিয়ে লড়বেন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপ-নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে থাকা চারজন প্রার্থীর মধ্যে মঙ্গলবার প্রতীক বরাদ্দ করা হয়েছে।

তাদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান দলের প্রতীক লাঙল এবং স্বতন্ত্র প্রার্থী নাগরিক ঐক্যের উপদেষ্টা সাবেক এমপি এস এম আকরাম আনারস প্রতীক পেয়েছেন। অন্য দুই প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগের জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ার দলের প্রতীক গামছা ও স্বতন্ত্র প্রার্থী মামুন সিরাজুল মজিদ পেয়েছেন চিংড়ি মাছ প্রতীক।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ প্রার্থীদের আচরণবিধি অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে একটি সুষ্ঠু নির্বাচনের তাগিদ দেন।

তিনি জানান, নির্বাচনে বৈধ ৬ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতা ইকবাল সিদ্দিকী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

এর আগে ঋণখেলাপির অভিযোগে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি ও সমর্থনকারী ভোটারদের স্থান সঠিক না থাকায় বিএনএফের প্রার্থী আবু হামিদুর রেজা খান ভাসানীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পরে রফিউর রাব্বি এ ব্যাপারে নির্বাচন কমিশনে আপিল করেল সেটাও খারিজ হয়ে যায়।

মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি বিরোধী দলের নেত্রী রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিহ, সম্প্রতি জাতীয় পার্টিতে যোগ দেওয়া শামীম মিয়া, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএম আরাফাত ও স্বতন্ত্র প্রার্থী শহীদ আহমেদ সুমন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে আসনটি শূন্য হয়। ২৯ এপ্রিল দিনগত রাত ১টায় ভারতের দেরাদুনের একটি ক্লিনিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নাসিম ওসমান। তিনি ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

(ওএস/এইচআর/জুন ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test