E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত বনদস্যু সেজ বাহিনীর প্রধান আটক

২০১৪ জুন ১০ ১৩:৫৯:৩৮
সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত বনদস্যু সেজ বাহিনীর প্রধান আটক

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের কুখ্যাত বনদস্যু সেজ বাহিনীর প্রধান রওসন গাজী ওরফে সোনাকে (৩৬) কোষ্টগার্ড আটক করেছে। মঙ্গলবার ভোর রাতে মংলা কোষ্টগার্ডে পশ্চিমজোনের সদস্যরা অভিযান চালিয়ে সুন্দরবনের শিবসা নদীর তীর থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ৯টি পাইপগান, একটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, চকলেট বোমা ও বিপুল পরিমানে গুলিসহ দস্যুতার কাজে ব্যবহৃত সরমঞ্জাধি উদ্ধার করা হয়। বনদস্যু সেজ বাহিনীর প্রধান রওসন গাজী ওরফে সোনা খুলনা জেলার পাইপগাছা উপজেলার সোনাধানা গ্রামের আব্দুস সামাদের ছেলে।
কোষ্টগার্ড পশ্চিম জোনের অপারেশ কর্মকর্তা লেফট্যানেন্ট মুজাহিদুর রহমান জানান, সুন্দরবনের কুখ্যাত বনদস্যু সেজ বাহিনীর সদস্যরা শিবসা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের কোষ্টগার্ড সদস্যরা অভিযান পরিচালনা শুরু করে। এসময় দস্যুদল তাদের উপস্থিত টের পেয়ে পালানোর চেষ্টা করে। কোষ্টগার্ড সদস্যরা তাদের ধাওয়া করে বনদস্যু সেজ বাহিনীর প্রধান ওরসন গাজী ওরফে সোনাকে আটক করতে সমক্ষ হয়। এসময় ওই বাহিনীর ৬/৭ জন সদস্য পালিয়ে যায়। আটক বাহিনীর প্রধান রওসন গাজীর কাছ থেকে বিপুল পরিমানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। অন্য দস্যু সদস্যদের আটকের জন্য কোষ্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে বলে লে: মুজাহিদুর রহমান জানান।
(একে/এএস/জুন ১০, ২০১৩)





পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test