E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী পালিত

২০১৬ আগস্ট ১৫ ১৭:৪২:০২
নাগরপুরে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র‌্যালী, আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়।

সোমবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কৃষকলীগ ও বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে শোক র‌্যালী বের করে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ ইলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার আব্দুল বাতেন। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পূলক কান্তি চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মো. সুজায়েত হোসেন প্রমুখ।

অপর দিকে উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ-সহযোগি সংগঠনের উদ্যোগে শোক র‌্যালী শেষে যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদরত আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদুর রহমান ফরিদ, বেকড়া ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন প্রমূখ। কেন্দ্রীয় কৃষকলীগ নেতা কাজী আনিসুর রহমান বুলবুলের নেতৃত্বে পৃথক একটি শোক র‌্যালী বের হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দুসহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া করা হয়। এবং গরীব দুঃখিদের মাঝে খাবার বিতরন করা হয়।

(আরএসআর/এএস/আগস্ট ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test