E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জাতির জনকের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ পেতাম না’

২০১৬ আগস্ট ১৫ ১৮:২০:১৫
‘জাতির জনকের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ পেতাম না’

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজকের এই স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না। অথচ ’৭৫এর এই দিনে বেঈমান ক্ষমতা লিপ্সুরা স্ব-পরিবার জাতির পিতাসহ আমার বাবা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত, শিশুপুত্র সুকান্ত বাবুকে রাতের আধারে হত্যা করে ক্ষমতা দখল করে। তাদের হত্যা করে দেশ ও জাতির অগ্রযাত্রা থামিয়ে দেয়।

আপনাদের পরিবারের সদস্যরা খুন হলে আপনারা থানায় মামলা করতে পারেন। আমরা সেই নৃশংস হত্যাকান্ডের পরে কোথাও মামলা করতে পারিনি। তৎকালিন রাষ্ট্র নায়ক হত্যাকারীদের পক্ষে ইন্ডিমিনিটি অধ্যাদেশ জারি করে ’৭৫এর হত্যার বিচার বন্ধ করে দেয়। বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে ওই কালো ইন্ডিমিনিটি অধ্যাদেশ বাতিল করেন। শুরু হয় জাতির জনক হত্যার বিচার।

সোমবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠন আয়োজিত ৪১তম জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে জাতির জনকের ভাগ্নে আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি একথা বলেন।

শহীদ আ. রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ হল রুমে আ’লীগ সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, বরিশাল জেলা আ’লীগ সভাপতি শহীদ আ. রব সেরনিয়াবাতের সুযোগ্য সন্তান আবুল হাসনাত আবদুল্লাহ খালেজা দিয়াকে উদ্যেশ্য করে আরও বলেন, যে নেত্রী জাতীয় শোক দিবস পালন না করে তার ভুয়া জন্মদিনের কেকে কাটেন, যারা স্বাধীনতা বিরোধী জামাতকে নিয়ে মানুষ হত্যা করে তাদের সাথে আর যাই হোক দেশের স্বার্থে কোন ঐক্য হতে পারে না।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ নেতা মঈন আব্দুল্লাহ, আশিক আব্দুল্লাহ, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুর রশিদ সিকদার, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, জসীম সরদার, আ’লীগ নেতা আবু সালেহ লিটনসহ প্রমুখ নেতৃবৃন্দ। এর আগে আওয়ামীলীগের উদ্যোগে সকালে জাতির জনক ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ, শোক দিবসের র‌্যালী অনুষ্ঠিত হয়।

পরে এমপি হাসানাত গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ’৭৫এর ১৫ আগষ্ট ঘাতকের বুলেটে শহীদ হওয়া তার আট বছরের সন্তান সুকান্ত বাবুর ম্যুরাল উদ্বোধন করেন। পরে কোরআন খতম, শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।

(টিবি/এএস/আগস্ট ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test