E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুর-নেত্রকোনা সড়কের কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

২০১৬ আগস্ট ১৬ ১৭:৪৫:৪৮
গৌরীপুর-নেত্রকোনা সড়কের কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : গৌরীপুর-শ্যামগঞ্জ-নেত্রকোনা সড়কের গৌরীপুর উপজেলার গাভিশিমুল এলাকায় মঙ্গলবার ভোরে একটি কালভার্ট (ছোট ব্রিজ) ধসে যাওয়ায় নেত্রকোনা, দুর্গাপুর, মোহনগঞ্জ, ফুলপুর, তারাকান্দা, হালুয়াঘাটের সাথে সিলেট ও চট্টগ্রামগামী দূরপাল্লার বাস যোগাযোগ ও সোমশ্বেরী নদী থেকে লাল বালুবাহী ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

জানা যায়, মঙ্গলবার ভোরে এ সড়কের কালভার্টটির টপস্লাব ধসে যায়। তাৎক্ষণিক কোনরূপ সতর্ক নোটিশ না থাকায় কয়েকটি যানবাহনও দুর্ঘটনার শিকার হয়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গৌরীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে এ কালভার্ট নির্মাণ করা হয়। ব্রিজের রড, সিমেন্ট ও নিম্নমানের সুরকী ব্যবহারের কারণেই ব্রিজটি ধসে পড়েছে।

উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুল হক জানান, ধসেপড়া ব্রিজটি পরিদর্শন করেছেন। বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। জরুরী ভিত্তিতে কালভার্টটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা হবে।

(এসআইএম/এএস/আগস্ট ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test