E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশায় ওসি মিজান হত্যা মামলার আসামী ভীম আটক, অস্ত্র-গুলি উদ্ধার

২০১৬ আগস্ট ১৭ ১৫:৪৭:২৭
পাংশায় ওসি মিজান হত্যা মামলার আসামী ভীম আটক, অস্ত্র-গুলি উদ্ধার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :২০০৪ সালের ৩১ জানুয়ারি সন্ত্রাস বিরোধী অভিযানে পাংশা থানার তৎকালীণ অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মিজানুর রহমান সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। ওই মামলার জামিনে থাকা ভীম (৩৫) অরফে মোহাম্মদ নামের এক আসামীকে আটকের পর রাতে তার দেখানো মতে নিজ বাড়ির গোয়াল ঘর থেকে অবৈধ অস্ত্র গুলি উদ্ধার করেছে পাংশা থানা পুলিশ।

আসামী ভীম পাংশা উপজেলার কসবামাজাইল ইউপি কসবামাজাইল গ্রামের আছির উদ্দিন অরফে আজিদ মন্ডলের ছেলে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম শাহ্ জালালের নেতৃত্বে এসআই হাফিজুর রহমান, এসআই মো. ইয়াছিন মুন্সী ও এসআই মোশাররফ হোসেনসহ সঙ্গীয় পুলিশের একটি দল মঙ্গলবার দুপুরে কসবামাজাইল এলাকা থেকে আসামী ভীমকে আটকের পর রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযান যায়। রাত সোয়া ১২টার দিকে আটক আসামী ভীমের দেখানো মতে তার নিজ বসত বাড়ির গোয়াল ঘর থেকে প্লাষ্টিকের তৈরী বাজার করার ব্যাগের মধ্যে মোড়ানো অবস্থায় ১টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ব্যাপারে পাংশা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, পাংশা থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মিজানুর রহমান ২০০৪ সালের ৩১ জানুয়ারী সন্ত্রাস বিরোধী অভিযানে উপজেলার পাট্টা ইউপির জাগির কয়া গ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

ওই মামলায় আসামী ভীম অরফে মোহাম্মদসহ ৪ আসামীর ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল আদালতে বিচারে ফাঁসির আদেশ হয়। পরে আসামীরা জামিনে মুক্তি পায়। ওই মামলার অপর আসামী কসবামাজাইল ইউপির শান্তিখোলা গ্রামের কামাল গত বছরে পাংশা থানা পুলিশের সাথে ক্রসফায়ারে নিহত হয়।


(এমএইচ/এস/আগস্ট১৭,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test