E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাংশায় মৎস্য অফিসের উদ্যোগে তিনদিন ব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত

২০১৪ জুন ১০ ১৫:৫০:৫৪
পাংশায় মৎস্য অফিসের উদ্যোগে তিনদিন ব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তিনদিন ব্যাপি ব্রুড ফিস ম্যানেজমেন্ট এন্ড মেইনটেন্স বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি মঙ্গলবার ১০ জুন সমাপ্ত হয়েছে।

২০১৩-১৪ অর্থ বছরের মানসম্মত মৎস্য বীজ ও পোনা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য স্থাপনা পুনর্বাসন ও উন্নয়ন প্রকল্পের আওতায় সমাপন অনুষ্ঠানে পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা মেজবাহ উদ্দীন, সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু ও সম্প্রসারণ কর্মকর্তা দেবব্রত বিশ্বাস বক্তব্য দেন।
মৎস্য কর্মকর্তা মেজবাহ উদ্দীন বলেন, প্রশিক্ষণের বিকল্প কিছু নেই। বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ ও ব্রুড সংরক্ষণের জন্য প্রত্যেক মৎস্য চাষি, হ্যাচারি মালিক ও পোনা নার্সায়ারদের প্রশিক্ষণ অপরিহার্য। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে মাছ চাষিদের দক্ষতা বৃদ্ধি করতে পারলে মৎস্যসম্পদ বৃদ্ধিতে তারা কার্যকরি ভূমিকা রাখতে পারবেন। এ ক্ষেত্রে প্রশিক্ষণ খাতে সরকারের বরাদ্দ বাড়ানো দরকার। রোববার ব্রুড ফিস ম্যানেজমেন্ট এন্ড মেইনটেন্স বিষয়ে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলার ২০জন মৎস্য চাষি ও হ্যাচারি মালিক এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
(এমএইচকেেএএস/জুন ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test