E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

পিরোজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

২০১৬ আগস্ট ১৮ ১৫:২১:৫০
পিরোজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

পিরোজপুর প্রতিনিধি : জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ এই শ্লোগানে আজ থেকে পিরোজপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন আন্দোলন ও বৃক্ষমেলা।

জেলা কৃষি সম্প্রসারণ ও বনবিভাগের যৌথ আয়োজনে, জেলা প্রশাসনের সহযোগিতায় এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় একটি র‌্যালী জেলা প্রশাসকের বাসভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠান স্থলে গিয়ে শেষ হয়।

সেখানে ফিতা কেটে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলোচনা সভার প্রধান অতিথি ও পিরোজপুরের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মো: ওয়ালিদ হোসেন, পিরোজপুর কৃষিসম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মো: আবুল হোসেন তালুকদার। মেলা চলবে আগামী ২৪ আগষ্ট পর্যন্ত। মেলায় ২২ টি স্টল অংশ নেয়।

(এসএ/এএস/আগস্ট ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ নভেম্বর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test