E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে  শিক্ষাবৃত্তির চেক বিতরণ

২০১৬ আগস্ট ২১ ১২:৫১:১৯
টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে  শিক্ষাবৃত্তির চেক বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি:বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু)  ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর উদ্যোগে সেতু‘র ‘বুনিয়াদি’ কার্যক্রমের আওতায় সংগঠিত অতি দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৯লাখ টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

আজ রোববার টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৫ আসনের সাংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। সেতুর কার্যকরী পরিষদের সভাপতি ও দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌস আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শরিফুল হক ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রত্যেককে ১৮ হাজার টাকা করে মোট ৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এ পর্যন্ত ১৮৪ জন শিক্ষার্থীদের মাঝে মোট ৩২ লাখ ৪২ হাজার ৮শত টাকার শিক্ষাবৃত্তি প্রদান করে সংস্থাটি।






(এমএনইউ/এস/আগস্ট ২১, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test