E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সালথায় ভয়াবহ ঘুর্ণিঝড়ে ১০টি গ্রাম লন্ডভন্ড

২০১৬ আগস্ট ২১ ১৬:৫১:৫৮
সালথায় ভয়াবহ ঘুর্ণিঝড়ে ১০টি গ্রাম লন্ডভন্ড

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের সালথায় ভয়াবহ ঘুর্ণিঝড়ে ১০ টি গ্রাম লন্ডভন্ড হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার আটঘর ইউনিয়ন ও গট্টি ইউনিয়নের মধ্যে দিয়ে এ ঘুর্ণিঝড় আঘাত হানে। এতে অন্তত ৭ শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে পড়ে এবং ৫জন আহত হয়।

জানা গেছে, রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে একটি ঘুর্ণিঝড় উপজেলার গট্টি ইউনিয়ন ও আটঘর ইউনিয়নের মধ্যে দিয়ে আঘাত হানে। এতে গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দী, ভাবুকদিয়া, শশ্মানঘাট, আটঘর ইউনিয়নের খোয়াড়, গোয়ালপাড়া, শলিয়া, সাড়–কদিয়া, গৌড়দিয়া, সেনহাটি, খাগৈড় গ্রামের প্রায় ৭শতাধিক ঘরবাড়ি এবং সাড়কদিয়া স্কুল, সাড়কদিয়া বাজার, গৌড়দিয়া মাদ্রাসা ও সরকারী ভূমি অফিস লন্ডভন্ড হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

কয়েক মিনিটের ভয়াবহ ঘুর্ণিঝড়ে ঘর বাড়ির পাশাপাশি অগণিত গাছ-পালা ভেঙ্গে গিয়ে রাস্তা-ঘাট বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের তার ছিড়ে সংযোগ বিছিন্ন হয়ে পড়েছে। ঘুর্ণিঝড় সংঘঠিত এলাকা অচল হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের আহাজারে ওই এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। এ ভয়াবহ ঘুর্ণিঝড়ে রাকিব (২০) ও মনিমালা (৩৫) সহ ৫জন আহত হয়। আহতদের মধ্যে ২জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডী.এম বেলায়েত হোসেন, আটঘর ইউপি চেয়ারম্যান শহীদুল হাসান খান সোহাগ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।





(এএনএইচ/এস/আগস্ট ২১, ২০১৬)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test