E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেত্রকোণায় চাল কলের বয়লার বিষ্ফোরণে ২ শ্রমিকের মৃত্যু, আহত ৫

২০১৬ আগস্ট ২১ ২১:০৫:০৪
নেত্রকোণায় চাল কলের বয়লার বিষ্ফোরণে ২ শ্রমিকের মৃত্যু, আহত ৫

মুশফিক মাসুদ, নেত্রকোণা : নেত্রকোণা পৌর এলাকার নাগড়ার বিনোদ বিহারী দাসের চাতালের (চাল কল)  বয়লার  বিষ্ফোরণে ২ শ্রমিকের মৃত্যু  এবং ৫ জন শ্রমিক আহত হয়। মারা যাওয়া শ্রমিকরা হচ্ছেন আমিরুল ইসলাম (৩০) এবং নরোত্তম (৪৮)।  এদিকে  জামাল উদ্দিন (২৩) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রবিবার বেলা আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, ধানের বয়লার যখন প্রজ্জ্বলিত তখন হঠাৎ বিকট শব্দ করে বয়লারের বিষ্ফোরণ ঘটে। বয়লারের ইট ছিটকে আশেপাশের বাসভবনে গিয়েও পড়ে। বয়লারের বিষ্ফোরণ শব্দে লোকজন ভয়ে আতংকে ছুটাছুটি করতে থাকেন। বয়লারের আগুন আশেপাশেও ছিটকে পড়ে। এ সময় বয়লারে কর্মরত ৭ শ্রমিক আহত হয়। এরমধ্যে তিনজনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠালে সেখানে ২ জনের মৃত্যু হয়।

আমীরুলের বাড়ি নেত্রকোণা সদরের রুই প্রতাপপুর গ্রামে এবং নরোত্তমের বাড়ি খালিয়াজুরী উপজেলার ইছাপুর গ্রামে। ঘটনার পরপরই দমকলবাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।


(এমএম/এস/আগস্ট২১,২০১৬)

পাঠকের মতামত:

২৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test