E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাইফুল ইসলামের ঠাঁই হলো আগৈলঝাড়ার বেবীহোমে

২০১৬ আগস্ট ২৩ ১৬:৫৩:০৩
সাইফুল ইসলামের ঠাঁই হলো আগৈলঝাড়ার বেবীহোমে

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পিতৃ পরিচয়হীন পাগল মায়ের সন্তান সাইফুল ইসলামের অবশেষে ঠাঁই হলো বরিশাল বিভাগীয় বেবীহোমে।

বরিশালের আগৈলঝাড়ার গৈলায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবীহোম বা ছোটমনি নিবাস
থানা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৪ জুলাই রথযাত্রার দিন গৈলায় রথে উঠতে গিয়ে আহত হয় সাইফুল নামের ৫ বছরের এই শিশু।

এসময় গৈলা গ্রামের জগদীশ সমদ্দারের ছেলে সুশীল সমদ্দার আহত সাইফুলকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করান। চিকিৎসা শেষে সাইফুলকে তিনি বাড়ি নিয়ে যান। দীর্ঘ দিন যাবত সাইফুলের কাছ থেকে তার বাবার কোন নাম, পরিচয় জানতে না পারলেও গৌরনদী বাসস্ট্যান্ডে অবস্থান করা এক পাগলীকে সাইফুল তার মা বলে জানায়।

আশ্রয়দাতা সুশীল সাইফুলের দেয়া তথ্যানুযায়ী দীর্ঘদিন ঘুরে গৌরনদী বাসস্ট্যান্ডে সাইফুলের গর্ভধারিণী পাগলি মায়ের সন্ধান পেয়ে ওই মায়ের কাছে সাইফুলকে রেখে আসতে চাইলে সুশীল ও তার সন্তানকে মারতে তেড়ে আসেন মস্তিস্ক বিকৃত গর্ভধারিণী হতভাগ্য মা। অবশেষে বাধ্য হয়ে সাইফুলকে নিয়ে সুশীল বাড়ি ফিরে ২০ আগষ্ট ঘটনার বর্ণনা দিয়ে আগৈলঝাড়া থানায় এসআই আব্দুল হক খানের কাছে একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং- ১১০০।

পুলিশ বিষয়টি উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালাকে অবহিত করলে সমাজসেবা কর্মকর্তা বিষয়টি বেবী হোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।

মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে সাইফুলকে আবুল কালাম আজাদের মাধ্যমে বেবী হোমে হস্তান্তর করেন সুশীল সমদ্দার। বেবী হোমের উপ-তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ জানান, সুস্থ ও স্বাভাবিক অবস্থায় সাইফুলকে বেবী হোমে ভর্তি করা হয়েছে। এখন থেকে সাইফুলের সকল দ্বায়িত্ব সরকারের।

(টিবি/এএস/আগস্ট ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test