E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাবিতে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও কর্মশালা অনুষ্ঠিত

২০১৬ আগস্ট ২৩ ১৮:৫১:২১
রাবিতে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও কর্মশালা অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ মাদার বখ্শ হল শাখার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় হল গেটে অনুষ্ঠানটির উদ্বোধন করেন হল প্রাধ্যক্ষ প্রফেসর ড. মো. তাজুল ইসলাম।

বাঁধন মাদার বখশ হল শাখার সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনা ও আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদার বখ্শ হল প্রাধ্যক্ষ প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, রাবি জোনাল পরিষদের উপদেষ্টা ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইমদাদুল হক সোহাগ প্রমুখ ।

এ সময় প্রফেসর ড. মো. তাজুল ইসলাম বলেন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, মুর্মূষু রোগীদের প্রয়োজনে রক্তদানে বাঁধন সারাদেশ ব্যাপী কাজ করে যাচ্ছে ।

যেখানে জঙ্গীরা মানুষের মূল্যবান জীবন কেড়ে নিচ্ছে সেখানে বাঁধন রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসছে। এভাবে নিজের রক্তদিয়ে মানুষের জীবন বাঁচাতে বাঁধন যে কাজ করছে তা সত্যি প্রশংনীয় । আগামীতে বাঁধন যাতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে এ জন্য সকল সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি।

প্রফেসর ড. মো. তাজুল ইসলামের রক্তের গ্রুপ নির্ণয়ের মধ্য দিয়ে কর্মসূচিটি শুরু হয়ে দুপুর ২ টায় শেষ হয়। এ সময় বাঁধন প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে থাকে।

এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঁধন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মুহাসিন কবির, রাবি জোনাল পরিষদের সভাপতি আল-মামুন, উপদেষ্টা ইকরামুল হোসেন সবুজ, আল-আমিন হোসেন আকাশ প্রমুখ।

(ইএইচএস/এএস/আগস্ট ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test