E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ নৌ-রুটের লঞ্চ ও মালবাহী কার্গো চলাচল বন্ধ

২০১৬ আগস্ট ২৪ ১৮:২২:০০
দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ নৌ-রুটের লঞ্চ ও মালবাহী কার্গো চলাচল বন্ধ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নৌ-যান শ্রমিকদের ডাকা দ্বিতীয় দিনের লাগাতার কর্মবিরতীর ফলে বরিশাল নৌ-বন্দর টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ রুটের লঞ্চসহ নদী পথে সব ধরনের মালবাহী কার্গো চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা-বরিশাল নৌ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকে শুরু হওয়া লাগাতার কর্মবিরতীর দ্বিতীয়দিনে বুধবারও অভ্যন্তরীন বিভিন্ন রুটের ৩৫টি লঞ্চের একটি ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে নদী পথে চলাচলকারী মালবাহী কার্গোগুলো। নৌযান নিরাপত্তায় টার্মিনালে নিয়োজিত রয়েছে নৌ পুলিশ সদস্যরা।

অপরদিকে দাবি আদায়ের লক্ষে বুধবার বেলা ১১টার দিকে বরিশাল নদী বন্দর পল্টুনে সমাবেশ করেছে নৌযান শ্রমিকেরা। সমাবেশে তাদের দাবি না মানা পর্যন্ত লাগাতার কর্মবিরতী অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয়। এসময় শ্রমিকেরা অভিযোগ করেন, লঞ্চ মালিকরা শ্রমিকদের চাপের মুখে নৌযান চালাতে বাধ্য করছেন।

(টিবি/এএস/আগস্ট ২৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test