E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে গৃহবধূ হত্যার ১৮দিনেও মামলা নেয়নি পুলিশ

২০১৬ আগস্ট ২৫ ১৭:২৪:৪১
বরিশালে গৃহবধূ হত্যার ১৮দিনেও মামলা নেয়নি পুলিশ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : গৃহবধূ রাবেয়া হত্যার ১৮দিন অতিবাহিত হলেও রহস্যজনক কারনে ময়নাতদন্তের রির্পোটের অযুহাত দেখিয়ে অদ্যবধি হত্যা মামলা রেকর্ড করেননি পুলিশ। উল্টো হত্যার সাথে জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেরিয়ে নিহতের স্বজনের হত্যা মামলা দায়ের না করার জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বদরপুর গ্রামের।

একই উপজেলার আবুপুর গ্রামের দিনমজুর রাজ্জাক বেপারী অভিযোগ করেন, গত দেড় বছর পূর্বে তার কন্যা রাবেয়া বেগমকে (২৭) বদরপুর গ্রামের হারুন চৌকিদারের পুত্র ইসমাইল হোসেনের কাছে বিয়ে দেয়া হয়। তাদের দাম্পত্য জীবনে তিন মাসের একটি কন্যা সন্তান রয়েছে। অতিসম্প্রতি দাম্পত্য কলহের জেরধরে ইসমাইল তার স্ত্রী রাবেয়া বেগমকে অমানুষিক নির্যাতন করে ঢাকায় চলে যায়। পরবর্তীতে রাবেয়ার শ্বাশুড়ি, ননদ ও তাদের পরিবারের সদস্যরা প্রায়ই তাকে (রাবেয়া) শারিরিক নির্যাতন করে আসছিলো।

রাজ্জাক বেপারী আরও অভিযোগ করেন, গত ৭ আগস্ট দুপুরে পরিকল্পিতভাবে রাবেয়াকে হত্যা করে তার শ্বশুড় পরিবারের লোকজনে। স্থানীয়দের কাছে তারা রাবেয়ার মৃত্যুর খবর পেয়ে পুলিশ নিয়ে ওই বাড়ি থেকে রাবেয়ার লাশ উদ্ধার করেন। এ ঘটনায় তিনি (রাজ্জাক) বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়েরের জন্য লিখিত অভিযোগ করা সত্বেও পুলিশ রহস্যজনক কারনে অদ্যবর্ধি মামলা রেকর্ড করেননি। উল্টো অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে মামলা দায়ের না করার জন্য তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে।

এ ব্যাপারে হিজলা থানার ওসি মোঃ মাসুদুজ্জামান বলেন, নিহত গৃহবধূ রাবেয়ার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাই ঘটনাটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে সন্দেহ দেখা দেয়। বিধায় ময়নাতদন্তের রির্পোট না পাওয়া পর্যন্ত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছেনা।

(টিবি/এএস/আগস্ট ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test