E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে বিলুপ্ত প্রজাতির খাটাশ অবমুক্ত

২০১৬ আগস্ট ২৫ ১৭:৫৯:৫২
সুন্দরবনে বিলুপ্ত প্রজাতির খাটাশ অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট শহরের স্টেডিয়াম এলাকা থেকে ধরা পড়া বিলুপ্ত প্রজাতির একটি খাটাশ বৃহস্পতিবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে। সুন্দরবন বিভাগ এ খবর নিশ্চিত করেছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মেহেদীজ্জামান জানান, বাগেরহাট শহরের শহরের স্টেডিয়াম এলাকার পান দোকানী মো. আলম সোমবার বিকালে দূর্যোগপূর্ন আবহওয়ার মধ্যে সুন্দরবনের বিলুপ্ত প্রজাতির একটি খাটাশকে অসুস্থ অবস্থায় ধরে বৈদ্যুতিক খাম্বার সাথে গলায় দড়ি দিয়ে বেধে রাখে।

সংবাদকর্মীরা খাটাশ ধরা পড়ার বিষয়টি পূর্ব সুন্দরবন বিভাগকে জানালে বনকর্মীদের সাথে নিয়ে এসিএফ ঘটনাস্থল থেকে খাটাশটি উদ্ধার করে। লেজসহ সাড়ে ৪ ফুট লম্বা ওই খাটাশটি তিন দিন ধরে পূর্ব সুন্দরবন বিভাগের দপ্তরে রেখে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়। এরপর বিলুপ্ত প্রজাতির ওই খাটাশকে বৃহস্পতিবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্র এলাকায় অবমুক্ত করা হয়।

(একে/এএস/আগস্ট ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test