E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষীনারায়ণপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে মানববন্ধন

২০১৬ আগস্ট ২৭ ১৬:২৯:২৫
লক্ষীনারায়ণপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলার সদর উপজেলার লক্ষীনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ সালাউদ্দিন খানের বিরুদ্ধে শ্রীলতাহানীর অভিযোগে বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন করেছে এলাকাবাসী। লক্ষীনারায়পুর এলাকাবাসীর ব্যানারে বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন করলে পাল্টা অবস্থানে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষক মোঃ সালাউদ্দিন খানের সমর্থকরেরা।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জক বলেন, মোঃ সালাউদ্দিন একজন জামায়াতের কর্মী তাঁর বিরুদ্ধে যৌনহরানীর অনেক অভিযোগ রয়েছে। কিন্তু গত ২৪/০৮/২০১৬ তারিখে পঞ্চম শ্রেণীর ছাত্রীর বিরুদ্ধে শ্লীলতহানীর চেষ্টা করলে বিষয়টি জানাজানি হবার এক পর্যায়ে স্থানীয় সালিশের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন এবং ছাত্রী বাবা-মাকে পাঁচ হাজার টাকা দিয়ে দফা-রফার চেষ্টা করেন শিক্ষক মোঃ সালাউদ্দিন খান (আলম)।

ভুক্তভোগীর ছাত্রীর পিতা বলেন, আমি আলম মাষ্টারের শাস্তির জন্য মামলা করেছি। মামলা দায়েরের সত্যতা স্বীকার করে রাজবাড়ী সদর থানার অফিসার ইসচার্জ মোহাম্মদ আবুল বাশার বলেন, ছাত্রীর পিতার অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। আইন অনুযায়ী ঐ ছাত্রীর জবানবন্দী আদলতে লিপিবদ্ধ করা হয়েছ।

এদিকে সালাউদ্দিন খানের শাস্তির দাবিতে মানববন্ধনের বিরুদ্ধে পাল্টা অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষক সালাউদ্দিন খানের সমর্থকেরা। তারা রাস্তার বিপুল সংখ্যক লোক নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করলে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। বিক্ষোভ কর্মসূচিতে আশা এক নারী বলেন, বিষয়টি নির্বাচনকে কেন্দ্র করে একটি ষড়যন্ত্র হতে পারে।

দুই পক্ষের পাল্টা কর্মসূচির মধ্যে অনেকের উৎকণ্ঠা দেখা দিলেও বিদ্যালয়ের গর্ভনিং বোর্ডের সভাপতিকে দেখা যায় শিক্ষকের পক্ষে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহন করতে।

সালাউদ্দিন খানের অবস্থান সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওহেদুর জামানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, শিক্ষক সালাউদ্দিন খান আলম ছুটিতে আছেন। ছুটির আবেদন পত্র দেখতে চাইলে বিষয়বস্তুহীন একটি আবেদনপত্র প্রধান শিক্ষক সাংবাদিকদের বের করেন দেখান।

(ডিবিডি/এএস/আগস্ট ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test