E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তীব্র ভাঙ্গনে হুমকির মুখে রাজবাড়ী শহররক্ষা বাঁধ

২০১৬ আগস্ট ৩০ ১৫:৫১:৩৮
তীব্র ভাঙ্গনে হুমকির মুখে রাজবাড়ী শহররক্ষা বাঁধ

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী : পদ্মাপাড়ের ছোট্ট একটি জেলা রাজবাড়ী। পদ্মার হাত থেকে এই শহরকে রক্ষা করার জন্য ১৯৮৮ সালে তৎকালীর সরকার একটি বাঁধ নির্মাণ করেন। স্থানীয়রা যাকে বেড়ি বাঁধ নামে চিনে। অবৈধভাবে বালু উত্তোলন এবং তীব্র স্রোতের কারনে সৃষ্ট নদীভাঙ্গনে হুমকির মুখে পড়েছে রাজাবাড়ী জেলার একমাত্র শহররক্ষা বাঁধটি। নদীভাঙ্গনের ফলে এরই মাঝে গৃহহীন হয়ে পড়েছে প্রায় তিন হাজার পরিবার আবাদী জমি, বিদ্যালয় সহ শত বছরের পুরাতন মসজিদ।

রাজাবাড়ী শহররক্ষা বাঁধের বরাট ইউনিয়নের ওড়াকান্দা নামক স্থানে শহররক্ষা বাঁধ থেকে ৫-৭ ফুট দূরে ভাঙ্গনের অবস্থানের কারণে অতংঙ্কিত হয়ে পড়েছে রাজবাড়ী জেলাবাসী। অনেকেই ধারনা করছেন ভাদ্র মাস শেষ হতে আরো বেশকিছু দিন বাকী যে সময়ে ভাঙ্গনের তীব্রতা ব্যাপক আকার ধারন করে। যেকারনে এ বছরই পানিতে ভেঙ্গে যেতে পারে রাজাবাড়ী জেলার শহররক্ষা বাঁধ।

রাজাবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গৌরপদ সূত্রধর উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, ভাঙ্গন রোধে আমরা ইতোমধ্যেই ওড়াকান্দা নামক স্থানে তিনটা প্যাকেজে ৩০০ মিটার দৈঘ্যের প্রতি প্যাকেজে ৬০০০ বস্তা বালু দিয়ে ডাম্পিং করার ব্যবস্থা সিধান্ত গ্রহন করেছি। নদীর পানির অবস্থা সম্পর্কে বলেন, পদ্মার পানি দুই সেঃমি কমেছে। ফারাক্কার কোন প্রভাব এখনও চোখে পড়ে নাই। রাজাবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যাপক দূর্নীতি ও অর্থলোপাটের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোন উত্তর না দিয়ে দ্রুত ঘটনাস্থান ত্যাগ করেন।

নদীভাঙ্গনে সর্বশান্ত হয়ে অশ্র“সিক্ত কণ্ঠে সুফিয়া বেগম (৪৬) বলেন, শুনেছি নদীভাঙ্গনে আপনাগো লাভ হয় তাই আপনারা চান আরো বেশি ভাঙ্গন হোক। তিনি আরো বলেন, আমার শুনি এখানে কোটি কোটি টাকা আসে কিন্তু আমাদের রক্ষায় তো বালুর বস্তা ছাড়া কোন ব্যবস্থা নিতে কোনদিন দেখলাম না।

স্থানীয় শিক্ষক সরোয়ার মুন্সি বলেন, এখন সরকারের উচিৎ দ্রুত সিধান্ত গ্রহণ করে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা।

(ডিবিডি/এএস/আগস্ট ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test