E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ছোটভাই হত্যায় বড় ভাইয়ের ফাঁসি

২০১৬ আগস্ট ৩০ ১৬:১১:৪৬
বাগেরহাটে ছোটভাই হত্যায় বড় ভাইয়ের ফাঁসি

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জে জমি ও চিংড়ি ঘের সক্রান্ত বিরোধে ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় বড় ভাইকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়েরা জজ- দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল করিম একই সাথে ফাঁসির দন্ডপ্রাপ্ত ভবসিন্ধু বৈরাগীকে ৫০ হাজার টাকা জরিমানা ও অপর আসামী ভবসিন্ধু বৈরাগীর স্ত্রী আখী বৈরাগীকে খালাসের রায় প্রদান করেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত ভবসিন্ধু বৈরাগী জামিন নিয়ে পলাতক রয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বিগত ২০০৮ সালের ১৭ মার্চ সকাল সাড়ে ১০টায় বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ডেউয়াতলা গ্রামের মৃত অমুল্য বৈরাগীর ছোট ছেলে অখিল বৈরাগীকে (১৭) জমি ও চিংড়ী ঘের সক্রান্ত বিরোধে তার রড় ভাই ভবসিন্ধু বৈরাগীর বাড়ির পার্শে চিংড়ি ঘেরে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা করে।

এঘটনার পর দিন নিহতের চাচাতো ভাই গুরুদাস বৈরাগী বাদী হয়ে ভবসিন্ধু বৈরাগী ও ভবসিন্ধু বৈরাগীর স্ত্রী আখী বৈরাগীকে আসামী করে মোড়েলগঞ্জ থানায় একটি হত্যা মামরা দায়ের করেন। এই দুই আসামীর নামে ওই বছরের ১১ জুন মোড়েলগঞ্জ থানায় তৎকালিন এসআই সেকেন্দার আলী আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত ১৫জন স্বাক্ষীর মধ্যে ৯জনের স্বাক্ষ্য গ্রহন শেষে মঙ্গলবার দুপুরে এরায় প্রদান করেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি এ্যাডভোকেট সিতারানী দেবনাথ ও আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন ড. একে আজাদ ফিরোজ টিপু।

(একে/এএস/আগস্ট ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test