E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

শেরপুরের বন্যহাতির আক্রমণে এক গৃহবধু নিহত

২০১৪ জুন ১১ ১০:৪৫:২৫
শেরপুরের বন্যহাতির আক্রমণে এক গৃহবধু নিহত

শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী সীমান্তে বন্যহাতির আক্রমণে এক গৃহবধু নিহত হয়েছে। বুধবার ভোররাত তিনটার দিকে শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের চান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত উমেছা বেওয়া (৪২) ওই গ্রামের মৃত সাইদুর রহমানের স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার ভোররাত আড়াইটার দিকে কর্ণঝোড়া পাহাড় থেকে খাদ্যের সন্ধানে ৩৫/৪০ টি বন্যহাতির একটি দল লোকালয়ে নেমে আসে। বন্যহাতির দলটি গৃহবধু উমেছা বেগমের বসতঘরে আক্রমন করে ঘরটি ভেঙ্গে ফেলে। এসময় হাতির তান্ডব থেকে পালাতে গেলে বন্যহাতির পায়ের তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

শ্রীবরদী ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও স্থানীয় বাসিন্দা প্রাঞ্জল এম. সাংমা জানান, বন্যহাতির দলটি বর্তমানে সীমান্তের আড়াই কিলোমিটার ভেতরে রাজার পাহাড় এলাকায় লোকালয়ের কাছেই অবস্থান করছে। এলাকাবাসী লাঠি-সোঠা নিয়ে টিন বাজিয়ে, হৈ-হল্লা, চিৎকার-চেঁচামেচি করে সনাতন পদ্ধতিতে হাতি তাড়াতে চেষ্টা করছে।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবীবা শারমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এইচবি/জেএ/জুন ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test