E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে যুবলীগ নেতা টিটুর হাড়-গোড় উদ্ধার

২০১৬ আগস্ট ৩০ ১৬:৩৯:৩৪
কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে যুবলীগ নেতা টিটুর হাড়-গোড় উদ্ধার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা : নিখোঁজের ১৩ মাস পর কুমিল্লার দেবিদ্বারের পৌর যুবলীগের সহ-সভাপতি এটিএম তারিকুল ইসলাম টিটুর দেহের হাড়-গোড় মঙ্গলবার দুপুরে ঠাকুরপাড়ার বড় মসজিদের পাশের একটি পরিত্যাক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। এদিকে উদ্ধার অভিযানের শুরু থেকেই ঘটনাস্থল ঘিরে রেখেছে ডিবি পুলিশ। নিহত টিটু দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া এলাকার আবু তাহের মাস্টারের ছেলে।

কুমিল্লা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ জানান, ২০১৫ সালের ৭জুলাই দেবিদ্বারের পৌর যুবলীগের সহ-সভাপতি টিটু নিখোঁজ হয়। এ ঘটনায় তার স্ত্রী সেলিনা আক্তার শোভা ওই বছরের ১৩ জুলাই দেবিদ্বার থানায় সাধারণ ডায়েরি করেন। কিন্তু টিটুর সন্ধান না পেয়ে চলতি বছরের ৮ মার্চ আদালতে মামলা দায়ের করেন টিটুর মা রাজিয়া সুলতানা। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় ডিবি পুলিশ।

এদিকে সন্দেহভাজন আসামি নগরীর চিহিৃত সন্ত্রাসী সফিকুল ইসলাম লিমন ও হৃদয়কে রবিবার (২৮ আগষ্ট) রাতে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে টিটু হত্যাকান্ডের চাঞ্চল্যকর বর্ণনা।

আসামী লিমন জানায়, নিহত টিটুকে সে ও তার সহযোগী হৃদয়সহ আরও কয়েকজন মিলে হত্যা করে প্রথমে একটি পরিত্যাক্ত বাড়িতে মাটি চাপা দেয়। পরে কয়েক দিন পর পাশের একটি সেপটিক ট্যাংকিতে তারা টিটুর লাশ ফেলে দেয়।

এদিকে লিমনের স্বীকারেক্তি অনুযায়ী গ্রেফতারকৃত অপর আসামি হৃদয়কে নিয়ে পুলিশ মঙ্গলবার ঠাকুরপাড়া বড় মসজিদের পাশের একটি পরিত্যাক্ত বাড়িতে মরদেহের সন্ধানে অভিযান শুরু করে। পরে সেপটিক ট্যাংকির পানি নিষ্কাশনের পর মঙ্গলবার দুপুরে টিটুর দেহের হাড়গোড় উদ্ধার করে পুলিশ।

এসময় ম্যাজিস্ট্রেট ও আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামিরুল ইসলাম, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুর আলমসহ সহ বিপুল সংখ্যক ডিবি ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

(এইচকেজে/এএস/আগস্ট ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test