E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথায় মাসিক আইনশৃংখলা সভা অনুষ্ঠিত

২০১৬ আগস্ট ৩১ ১৫:১৯:২৭
সালথায় মাসিক আইনশৃংখলা সভা অনুষ্ঠিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় মাসিক আইনশৃংখলা ও সমন্ময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান।

এসময় আইনশৃংখলার উপর নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডী.এম বেলায়েত হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হামিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ও আটঘর ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল হাসান খান সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাপুর ইউপি চেয়ারম্যান মোঃ খায়রুজ্জামান বাবু মোল্যা, গট্টি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফ আলী লিটু, বল্লভদি ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, সাংবাদিক জাহাঙ্গীর আলশ শাহজাহান, এম.কিউ হোসাইন বুলবুল প্রমুখ।

(এএনএইচ/এএস/আগস্ট ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test