E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রতিবাদে উত্তাল টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট

২০১৬ আগস্ট ৩১ ১৫:৩৮:২৯
প্রতিবাদে উত্তাল টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকির প্রতিবাদে শিক্ষকের বিচারের দাবিতে বুধবার দিনব্যাপী বিক্ষোভ করেছে ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা।

টাঙ্গাইল মডেল থানার ওসি মো. নাজমুল হাসান ভুইয়া জানান, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক বিভাগের ইন্সটাকটর আব্দুর রহিম বিয়ের প্রলোভন দেখিয়ে এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক করে। দৈহিক সম্পর্কের সময় ঐ শিক্ষক ভিডিও করে রাখেন। পরে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেখিয়ে ঐ ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। পরে ঐ ছাত্রী কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। বিষয়টি বুধবার ইনস্টিটিউটের ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভে ফেটে পরে।

ধর্ষণকারী শিক্ষক আব্দুর রহিমের বিচারের দাবিতে ছাত্র-ছাত্রীরা মিছিল-সমাবেশ করতে থাকে। এসময় ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. লুৎফর রহমান ছাত্র-ছাত্রীদের শান্ত থাকার পরামর্শ দিয়ে উভয় পক্ষের অভিভাবক ও অন্যান্য শিক্ষকদের নিয়ে রুদ্ধদার বৈঠক করেন। বৈঠকে ধর্ষিত ঐ ছাত্রীকে বিয়ে করার প্রস্তাব দেয়া হয়। কিন্ত অভিযুক্ত শিক্ষক আব্দুর রহিমের মা ও আত্মীয় স্বজনরা ঐ ছাত্রীকে কোনভাবেই বউ হিসেবে নেয়া হবে না বলে বৈঠক শেষ করেন।

এ সময় উত্তেজিত ছাত্র-ছাত্রীদের থামাতে প্রিন্সিপাল অভিযুক্ত শিক্ষক আব্দুর রহিমকে ইনস্টিটিউট থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে বলে জানান। বিষয়টি নিয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলার প্রস্ততি চলছে।

(এমএনইউ/এএস/আগস্ট ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test