E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জমে উঠেছে দলিল লেখক ও ষ্ট্যাম ভেন্ডার সমিতির নির্বাচন

২০১৬ সেপ্টেম্বর ০৫ ১৬:৪৬:০৫
জমে উঠেছে দলিল লেখক ও ষ্ট্যাম ভেন্ডার সমিতির নির্বাচন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : বুধবার কাপাসিয়া উপজেলা দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে নিবাচর্ন ক্রমশ জমে উঠছে। প্রার্থীরা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। ভোটারদের মন জয় করতে ইতিমধ্যে প্রার্থীরা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের ভোট আদায়ের চেষ্টা করে যাচ্ছে। কার ভাগ্যে কি ঘটবে তা ভোটের ফলাফলের পরই বোঝা যাবে বলে ভোটাররা মনে করছেন।

প্রতি ২বছর পর পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ইতি মধ্যে নির্বাচনে সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে নিবাচন কমিশনার সুত্রে জানা গেছে। নিবাচনের দিন আইন শৃংখলা রক্ষা বাহিনী সহ সকল পয্যায়ে নিবাচন পর্যবেক্ষন করার জন্য অনুরোধ করা হয়েছে। নিবাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে একাধিক সূত্র থেকে জানা গেছে।

নির্বাচনে কোন রকম অনিয়ম না হওয়ার জন্য সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়েছে। নির্বাচনে কার পাল্লা ভারী তা নিয়ে কেউ মন্তব্য করতে রাজি হয়নি। তবে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলেও ভোটাররা জানান।

নির্বাচনে ১১১ জন ভোটার তাদের ১১ জন প্রতিনিধি নির্বাচন করবে আগামী ৭ সেপ্টেম্বর গোপন ব্যালটের মাধ্যমে। নির্বাচনে দলীয় কোন প্রার্থী না থাকলে কিছুটা দলীয় প্রভাব পরবে বলে একাধিক সূত্রে জানা যায় । নিবাচর্নে ১১ পদের জন্য ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সাধারণ সম্পাদক পদে মো: নজরুল ইসলাম,সমাজ কল্যাণ সম্পাদক পদে মো: বাবুল হোসেন খান,ও দপ্তর সম্পাদক পদে মো: শহীদুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে-২ জন প্রার্থী হয়েছেন তারা হলেন বর্তমান সভাপতি মো: ওবায়দুল কবীর .আলহাজ¦ মো: শফিউদ্দিন, সাধারন সম্পাদক পদে ৪ জনপ্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক মো: বদরুজ্জামান খান বাদল, মো: মুনির হোসেন. মো: খোরশেদ আলম,ও মেজবাহ উদ্দিন। সহ সভাপতি পদে ৩ জন প্রার্থী মো: মোশারফ হোসেন মৃধা, আলহাজ্ব মতিউর রহমান , মো: আকরাম হোসেন কোষাধক্ষ পদে ২জন প্রাথী জাহিদুল ইসলাম দুলাল, মো: ফারুক আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক পদে ২জন প্রাথী মো: খায়রুল ইসলাম কিরন, মো: কাইয়ুম সরদার, সদস্য পদে ৪জন প্রাথী মো: ফরিদ খান,মো: জহিরুল ইসলাম, নুর মোহাম্মদ ও বিল্লাল হোসেন, প্রতিদ্বিন্ডিতা করছে।

নিবার্চন পরিচালনা কমিটির সমন্নয়কারী আলহাজ্ব মো: নজরুল ইসলাম সিকদার জানান, নিবাচনের সকল প্রস্তুতি শেষ পর্য্যায়ে ৭ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪.৩০ মিটিন পর্যন্ত ভোট গ্রহন চলবে। এর পর ফলাফল ঘোষনা করবেন নিবার্চন কমিশনার। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ও ৩ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে।

নিবাচন কমিশনার দায়িত্বে রয়েছেন সাব রেজিস্টার অসিম কল্লোল তিনি জানান, শুষ্ঠ নিবাচনের লক্ষে আমি কাজ করে যাচ্ছি নিবাচনে যাতে কোন রকম প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যাপারে প্রশাসনের সাহায্য ও সহযোগিতা চাওয়া হয়েছে। আশা করি অবাধ সুষ্ঠ ও গ্রহনযোগ্য একটি নিবার্চন আমি উপহার দিতে পারব। তিনি এলাকার সকলের সাহায্য কামনা করেন।

(এসকেডি/এএস/সেপ্টেম্বর ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test