E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে রিপ্রেজেন্টটিভদের মানববন্ধন

২০১৬ সেপ্টেম্বর ০৬ ১৬:১৩:৫১
নাগরপুরে রিপ্রেজেন্টটিভদের মানববন্ধন

নাগররপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : রিপ্রেজেন্টেটিভদের (প্রতিনিধি) কাজের পরিধি, সুনিদিষ্ট নীতিমালা প্রনয়ন, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ, নিজ নিজ কোম্পানির জরিপসহ (আইএলও) এবং বাংলাদেশ কোম্পানী আইন বিরোধী কার্যক্রম বন্ধের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে রিপ্রেজেন্টেটিভদের (প্রতিনিধি) মানববন্ধন ও মন মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ নাগরপুরের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে মানববন্ধন ও মন মিছিল অনুষ্ঠিত হয়।

শরিফ ফার্মাসিউটিক্যালসের নাগরপুর উপজেলা রিপ্রেজেন্টেটিভ মো. আসাদুল্লাহ মিঞা, রুহুল আমিনুল ইসলাম মিন্টু (কনকর্ড) প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বিভিন্ন ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টটিভ নাগরপুরে কর্মরত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শরিফ ফার্মাসিউটিক্যালস নাগরপুর উপজেলা রিপ্রেজেন্টেটিভ (প্রতিনিধি) মো. আসাদুল্লাহ মিঞা বলেন, আন্তর্জাতিক শ্রম আইন ও বাংলাদেশের কোম্পানী আইন মোতাবেক আট ঘন্টার বেশি সময় কাজ করলে ওভার টাইম দেওয়া হয়। কিন্তু আমরা সকাল সাড়ে আট থেকে মধ্যরাত পর্যন্ত কাজ করি। তবুও আমাদের ওভার টাইম দেওয়া হয় না।

(আরএসআর/এএস/সেপ্টেম্বর ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test