E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে মুক্তিপণের ৩০ লাখ টাকা সহ দুই অপহরণকারী আটক

২০১৬ সেপ্টেম্বর ০৬ ১৬:৪৭:৫৭
টাঙ্গাইলে মুক্তিপণের ৩০ লাখ টাকা সহ দুই অপহরণকারী আটক

মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল : টাঙ্গাইলে মুক্তিপণের ৩০ লাখ টাকা সহ অপহরণচক্রের দুই সদস্য কে আটক করেছে টাঙ্গাইল র‌্যাব-১২। নারায়নগঞ্জের এক প্রবাসীকে দক্ষিন আফ্রিকায় অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।  গতরাতে দাবিকৃত টাকার মধ্যে ৩০ লাখ টাকা দেয়ার সময় টাঙ্গাইল র‌্যাব -১২ এর সদস্যরা হাতেনাতে দুইজনকে ধরে ফেলে এবং ৩০ লাখ টাকা উদ্ধার করে।

আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব কার্যালয়ের সামনে প্রেস বিফ্রিং র‌্যাবের কোম্পানী কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, গত ০৪ সেপ্টেম্বর নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আজিবপুর এলাকার সুরুজ মিয়া লিখিত অভিযোগ করেন যে, দক্ষিন আফ্রিকায় তার শ্যালক মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে ব্যবসা করেন। গত ২৯ আগষ্ট সকালে অজ্ঞাতনামা একটি মোবাইল ফোন থেকে জানানো হয় মাহবুবুর রহমানকে দক্ষিন আফ্রিকায় অপহরন করা হয়েছে। তাকে জীবিত অবস্থায় পেতে চাইলে ৭০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। এক পর্যায়ে ৩০ লাখ টাকা দিতে রাজি হয় মাহবুবের পরিবার। অপহরণকারী মুক্তিপনের টাকা নিয়ে টাঙ্গাইলের একটি অজ্ঞাতস্থানে যেতে বলে।

র‌্যাবের একটি দল ফোনের সূত্র ধরে দক্ষিন আফ্রিকায় অপহরনকারীদের সাথে কথা বলে। টেলিফোনের মাধ্যমে বাদিকে অপহরনকারী ঢাকা- মির্জাপুর বাইপাস সড়ক ধরে বামনহাটি আদালত পাড়া যেতে বলে। সেখানে আগে থেকেই অপহরনকারী চক্রের দুই সদস্য উপস্থিত ছিল। আগে থেকেই জানিয়ে দেয়া একটি কোড নম্বর বলে বাদি অপহরনকারীদের চিহ্নিত করেন। এরপর ৩০ লাখ টাকা লেনদেনের সময় র‌্যাবের সদস্যরা তাদেরকে আটক করে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে দক্ষিন আফ্রিকায় অপহরনকারীদের পরিচয় নিশ্চিত হয় র‌্যাব।

মির্জাপুরের হালপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে মনির হোসেন ও তার সহযোগীরা মাহবুবকে অপহরন করেছে। মনিরের বাবা ও তার সহযোগী জিয়াউর রহমান কে আটক করার খবর পেয়ে গতরাতেই অপহৃত মাহবুবকে দক্ষিন আফ্রিকার কেপটাউনের একটি রাস্তায় ফেলে রেখে যায় অপহরনকারীরা।

আটককৃতরা আসামীরা হলেন, মোঃ কালাম ওরফে কালু এবং মোঃ জিয়াউর রহমান। তাদের বাড়ি মির্জাপুর উপজেলার বাইমহাটি গ্রামে। আটককৃতরা জানায়, দক্ষিন আফ্রিকায় তাদের সহযোগীরা বিভিন্ন সময়ে বাংলাদেশীদের অপহরন করে দেশে এভাবে মোটা অংকের টাকা নিয়ে থাকে। এ পর্যন্ত চক্রটি অন্তত ১০টি অপহরনের ঘটনা ঘটিয়েছে। যার মাধ্যমে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা।

এ ঘটনায় টাঙ্গাইল মির্জাপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন র‌্যাবের কমান্ডার মহিউদ্দিন ফারুকী।

(এমএনইউ/এএস/সেপ্টেম্বর ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test