E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লায় গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২

২০১৬ সেপ্টেম্বর ০৭ ১৬:১০:৪০
কুমিল্লায় গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লায় গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বুধবার জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের মৃত আবদুল সামাদের ছেলে গরু ব্যবসায়ী মাজেদুল ইসলাম (৪৫) গত শুক্রবার (২সেপ্টেম্বর) ষাইটশালা শাহপরান মার্কেটে দুটি গরু ১লক্ষ ২০হাজার টাকায় বিক্রি করে। একইদিন সন্ধ্যায় মাজেদুল চা দোকান থেকে গরু বিক্রির ১লক্ষ টাকা তার মা সুফিয়া খাতুনকে বাড়িতে নিয়ে রাখতে বলে।

এদিকে মাজেদুলের মা টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে আগে থেকে উৎপেতে থাকা একই গ্রামের আক্কাছ মিয়ার ছেলে মোঃ ওয়াসিম (৩২) ও আবিদ আলীর ছেলে মোঃ রুবেল (৩৮)সহ অজ্ঞাত আরো ২/৩ জন সুফিয়া খাতুনের উপর হামলা চালায়। হামলাকারীরা সুফিয়া খাতুনকে কিল, ঘুষি, লাথি ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এসময় তার সাথে থাকা এক লক্ষ টাকা, কটি স্বর্ণের চেইন ও ডান কানের একটি স্বর্ণের দুল ছিনতাই করে নিয়ে যায়। এদিকে গুরুতর আহত সুফিয়া খাতুনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে ব্রা‏হ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে দেবিদ্বার একটি প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে গরু ব্যবসায়ী মাজেদুল ইসলাম স্থানীয়ভাবে বিষয়টি আপস-মিমাংসার চেষ্টা করেও বিফল হয়। পরে মঙ্গলবার ওয়াসিম ও রুবেলকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করলে ব্রাহ্মণপাড়া থানার এসআই আতিকুজ্জামান ও সঙ্গীয় ফোর্স নিয়ে ওই দিনই এজাহার ভূক্ত দুই আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

থানার ওসি এসএম বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার আসামীদের কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(এইচকেজে/এএস/সেপ্টেম্বর ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test